কেরালা ম্যাচের অপ্রীতিকর পরিস্থিতি নিয়ে মুখ খুললেন বিলাল আহমেদ খান

সূচি অনুযায়ী গত রবিবার সন্ধ্যায় নিজেদের পঞ্চম ম্যাচ খেলতে নেমেছিল মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। ঘরের মাঠে তাঁরা লড়াই করেছিল শক্তিশালী ক্লাব কেরালা ব্লাস্টার্সের সঙ্গে।…

Mohammedan SC General Secretary Bilal Ahmed Khan

সূচি অনুযায়ী গত রবিবার সন্ধ্যায় নিজেদের পঞ্চম ম্যাচ খেলতে নেমেছিল মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। ঘরের মাঠে তাঁরা লড়াই করেছিল শক্তিশালী ক্লাব কেরালা ব্লাস্টার্সের সঙ্গে। একটা সময় মিরজালল কাসিমভের করা গোলে এগিয়ে গিয়েছিল সাদা-কালো ব্রিগেড। কিন্তু সেটা বেশিক্ষণ স্থায়ী হয়নি। পরবর্তীতে সময় যত এগিয়েছিল ততই ভয়ানক হয়ে উঠতে শুরু করেছিল নোয়া সাদাউ থেকে শুরু করে জেসুস জেমিনেজরা। যারফলে অনায়াসেই ম্যাচে ফিরে আসে দক্ষিণের এই ফুটবল ক্লাব।

   

কেরালা দলের তারকা ফুটবলার কোয়েমি পেপড়া এবং জেসুস জেমিনেজের গোলে শেষ পর্যন্ত বাজিমাত করে আইএসএলের এই ফুটবল ক্লাব। কিন্তু সেদিন ম্যাচের বয়স বাড়ার সাথে সাথেই উত্তপ্ত হয়ে ওঠতে শুরু করেছিল গোটা স্টেডিয়াম।‌ বিশেষ করে কেরালা ম্যাচে প্রভাব বিস্তার শুরু করতেই জলের বোতল ছোড়া ছুড়ি শুরু হয়ে যায় দুই দলের সমর্থকদের মধ্যে। এমনকি ম্যাচ চলাকালীন মাঠের মধ্যে ও উড়ে আসতে থাকে জলের বোতল। যারফলে বেশ কিছুক্ষণ বন্ধ হয়ে যায় সেই ম্যাচ।

যারফলে পরিস্থিতি সামাল দিতে একটা সময় গ্যালারির দিকে এগিয়ে যেতে হয় দুই দলের ফুটবলারদের। এমনকি সমর্থকদের কাছে হাত জোড় করে শান্ত হওয়ার ও আবেদন জানাতে দেখা যায় কেরালার বাঙালি ডিফেন্ডার প্রীতম কোটালকে। পরবর্তীতে ফের শুরু হয় খেলা। শেষ পর্যন্ত এক গোলের ব্যবধানে জয় সুনিশ্চিত করে মিকেল স্ট্যাহরের ছেলেরা। কিন্তু অ্যাওয়ে ম্যাচ খেলতে এসে এই অপ্রীতিকর পরিস্থিতি একেবারেই ভালোভাবে নেয়নি কেরালা ম্যানেজমেন্ট। সেদিন রাত্রেই তাঁদের তরফে জারি করা হয় বিশেষ বিবৃতি।

যেখানে বলা হয়,” সম্প্রতি কলকাতার বুকে আমাদের দলের সমর্থকদের উপর যে আগ্ৰাসন নেমে এসেছে সেই নিয়ে আমরা যথেষ্ট উদ্বিগ্ন। আমরা সর্বদা আমাদের সমর্থকদের সুস্থতা এবং নিরাপত্তাকে গুরুত্ব দিই। কারণ তাঁরা আমাদের দলের এক অবিচ্ছেদ্য অংশ। সেই নিয়ে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। পাশাপাশি প্রয়োজনীয় বিভিন্ন ব্যবস্থা নিয়েছি। দলের ফুটবলার থেকে শুরু করে সমর্থকরা যাতে নিরাপদ পরিবেশে থাকে সেটা নিশ্চিত করা প্রত্যেকটি ক্লাবের কর্তব্য। ফুটবলে কখনও এই ধরনের বিষয় সমর্থনযোগ্য নয়। সকলের নিরাপত্তার কথা ভেবে আমরা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি।”

উল্লেখ্য, গত ম্যাচের এই পরিস্থিতি নিঃসন্দেহে চমকে দিয়েছে গোটা দেশের ফুটবলপ্রেমীদের। এই পরিস্থিতি নিয়ে এবার মুখ খুললেন সাদা-কালো ব্রিগেডের জেনারেল সেক্রেটারি বিলাল আহমেদ খান। একটি জনপ্রিয় মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ” ম্যাচ চলাকালীন মাঠের মধ্যে যেভাবে বোতল ছোড়ার বিষয়টি অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি এক্ষেত্রে মহামেডান স্পোর্টিং ক্লাবের প্রত্যেকটি ফ্যান ক্লাবকে এগিয়ে আসার জন্য অনুরোধ করব। এই ধরনের আচরণের জন্য তাঁরা যে শাস্তির মুখে পড়তে পারে সেটা যেন সমর্থকদের অবগত করে।”