Mohammedan SC: লিগের জন্য প্রস্তুতি শুরু মহামেডানের, দল থেকে ছাঁটাই ছয় ফুটবলার

Mohammedan SC

গত মরশুমের শুরুটা ভালো হলেও পরবর্তী সময়ে খুব একটা ভালো পারফরম্যান্স হয়নি সাদা-কালো (Mohammedan SC) ব্রিগেডের। বহু পরিকল্পনা নিয়ে সফর শুরু করলেও একের পর এক ম্যাচে পরাজয়ের সম্মুখীন হতে হয়েছে তাদের। যারফলে, শেষ পর্যন্ত আইলিগের একেবারে তলানিতে থেকেই নিজেদের অভিযান শেষ করছে মহামেডান স্পোর্টিং ক্লাব।

Advertisements

অন্যদিকে খুব একটা ভালো পারফরম্যান্স থাকেনি জুনিয়রদের। রিলায়েন্স কতৃক আয়োজিত ইয়ুথ ডেভেলপমেন্ট লিগের শুরুটা মোটামুটি চলনসই হলেও পরবর্তীকালে কলকাতা বাকি দুই প্রধানের বিপক্ষে কার্যত নাস্তানাবুদ হতে হয়েছে মহামেডান কে। সেই পরিস্থিতি থেকে এবার ঘুরে দাঁড়ানোর লড়াই মহামেডানের। গতবারের সমস্ত কিছু ভুলে এবার নতুন করে সমস্ত কিছু শুরু করাই লক্ষ্য এই দলের।

সেইমতো আসন্ন কলকাতা লিগের কথা মাথায় রেখে আজ থেকেই অনুশীলনে নেমে পড়ল সাদা-কালো ব্রিগেড। দলের কোচ মেহরাজউদ্দিন ওয়াডুর নেতৃত্বে আজ থেকে মাঠে নেমে পড়ল মহামেডান। এক্ষেত্রে মূলত ইয়ুথ ডেভেলপমেন্ট লিগ খেলে আসা ফুটবলারদের বেশ কয়েকজন কে দেখা গেল দলের অনুশীলনে। এদিন দিপু হালদার, সামাদ আলি মল্লিক ও অভিজিৎ সরকার সহ আরো ১৬ জন ফুটবলার কে দেখা গেল দলের অনুশীলনে।

Advertisements

প্রথমদিকে শারিরীক কসরত করতে দেখা গেল দলের ফুটবলারদের। তারপর দলের খেলোয়াড়দের নিয়ে টিম মিটিং করেন মহামেডান কোচ। তবে এইদিন উপস্থিত থাকেন সাদা-কালো ব্রিগেডের প্রধান ইনভেস্টর তথা বাঙ্কারহিল কর্তা দীপক কুমার সিং। মাঠে উপস্থিত থেকে খেলোয়াড়দের অনুশীলন দেখেন তিনি। সব ঠিকঠাক থাকলে আসন্ন কলকাতা লিগে ইউনাইটেড স্পোর্টস ক্লাবের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে মহামেডান স্পোর্টিং ক্লাব।

এসবের মাঝেই গত মরশুমে দলের হয়ে খেলা মোট ৬ জন ফুটবলার কে দল থেকে ছাঁটাই করল রেড রোডের এই সাদা-কালো ব্রিগেড। যাদের মধ্যে রয়েছেন মার্কাস, আবিওলা দাউদা, আউসমানে,মিরলান, সাহিন ও নিকোলা। গত কয়েক মরশুম ধরেই দলের হয়ে যথেষ্ট ভালো পারফরম্যান্স করে এসেছেন আবিওলা দাউদা। তবে আগামী মরশুমে আরও শক্তিশালী দল গঠনের লক্ষ্য নিয়ে এই খেলোয়াড়দের ছাঁটাই করার পরিকল্পনা নেয় মহামেডান।