Mohammedan SC: ফুরফুরে মেজাজে অনুশীলন মহামেডানের, পরে যোগ দেবেন এই তারকা

সাময়িক বিরতির পর ফের অনুশীলনে ফিরেছে সাদা-কালো (Mohammedan SC) ব্রিগেডের ফুটবলাররা। চলতি মরশুমের শুরুটা খুব একটা আরামদায়ক না হলেও পরবর্তীতে দুরন্ত ছন্দে থেকেছে মহামেডান স্পোর্টিং…

Mohammedan SC

সাময়িক বিরতির পর ফের অনুশীলনে ফিরেছে সাদা-কালো (Mohammedan SC) ব্রিগেডের ফুটবলাররা। চলতি মরশুমের শুরুটা খুব একটা আরামদায়ক না হলেও পরবর্তীতে দুরন্ত ছন্দে থেকেছে মহামেডান স্পোর্টিং ফুটবল ক্লাব। কলকাতা লিগে তারা টেক্কা দিয়েছে দুই প্রধান তথা মোহনবাগান ও ইস্টবেঙ্গল ফুটবল দলকে।

যার দরুন অনায়াসেই প্রিমিয়ার ডিভিশন লীগ জয় করেছে এই ফুটবল ক্লাব। পরবর্তীতে আই লিগ। আইজল এফসি থেকে শুরু করে পরবর্তীতে চার্চিল ব্রাদার্স হোক কিংবা রাজস্থান ইউনাইটেড সকলের বিপক্ষে বড় ব্যবধানে জয় পেয়েছে চেরনিশভের ছেলেরা। বলতে গেলে টানা এগারো ম্যাচ অপরাজিত কলকাতা ময়দানের এই তৃতীয় প্রধান।

   

বর্তমানে টানা ১১ ম্যাচ খেলে ২৭ পয়েন্ট রয়েছে ব্ল্যাক প্যান্থার্সের। সমান ম্যাচ খেলেই কুড়ি পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়েল কাশ্মীর। বলতে গেলে, অন্যান্য দল গুলির থেকে প্রায় ৭ পয়েন্ট এগিয়ে মহামেডান। যা পরবর্তীতে অনেকটাই স্বস্তি দেবে ডেভিডদের। তবে বছরের শেষে সাময়িক বিরতি ছিল দলের ফুটবলারদের। সেই ছুটি কাটিয়েই এবার ফের অনুশীলনে যোগ দিয়েছেন দলের ফুটবলাররা।

Advertisements

বলা বাহুল্য, আজকের এই অনুশীলনে যথেষ্ট চনমনে লেগেছে মহামেডান দলের ফুটবলারদের। তন্ময় থেকে শুরু করে ডেভিডের ফুটবলাররাও আজ অনুশীলন করলেন যথেষ্ট খোশ মেজাজে। আসলে এবারের আই লীগে যে ছন্দে রয়েছে মহামেডান স্পোর্টিং, তাতে এমন মনোভাব থাকাই স্বাভাবিক।

এবার সেই চনমনে মনোভাব নিয়েই দ্বিতীয় লেগ শুরু করা ভাবনা থাকবে রেড রোডের ফুটবল ক্লাবের‌। তবে আজ অনুশীলনে ছিলেন না আদিঙ্গা ‌ বিশেষ সূত্র মারফত খবর, নিজের ব্যক্তিগত সমস্যা দরুন আজ দলের সঙ্গে যোগ দিতে পারেননি তিনি। তবে আগামী কয়েকদিনের মধ্যেই সাদা-কালোর শিবিরে দেখা যাবে এই তারকা ফুটবলারকে। বর্তমানে আইলিগ জেতাই অন্যতম লক্ষ্য সাদা-কালো শিবিরের।