I League : মহামেডানের এই বিদেশি হার মানাবে আইএসএল-এর বহু তারকাকে

মহামেডান স্পোর্টিং ক্লাবে (Mohammedan SC) আই লিগ (I League) জয়ের আশা এখনও রয়েছে। ধারাবাহিকভাবে ফের গোলে ফিরেছেন মার্কোস জোসেফ। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার দৌড়ে এখন সবার…

মহামেডান স্পোর্টিং ক্লাবে (Mohammedan SC) আই লিগ (I League) জয়ের আশা এখনও রয়েছে। ধারাবাহিকভাবে ফের গোলে ফিরেছেন মার্কোস জোসেফ। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার দৌড়ে এখন সবার আগে রয়েছেন তিনি । এর কৃতিত্ব যেমন মার্কোসের, তেমনই গোটা দলের। বিশেষত আরও এক বিদেশি ফুটবলারের।

Advertisements

এবারের আই লিগে এখনও পর্যন্ত সবথেকে বেশি অ্যাসিস্ট করেছেন মহামেডান স্পোর্টিং ক্লাবের সার্বিয়ান ফুটবলার নিকোলাস স্টিজ্যানোভিক। ইতিমধ্যে সাতটি গোল করানোর পিছনে সরাসরি অবদান রেখেছেন তিনি। তাঁর সতীর্থ ব্র্যান্ডন বাড়িয়েছেন গোল করানোর চারটি পাস।

   

পাসিং ফুটবলের ক্ষেত্রেও লিগের অন্যান্য ফুটবলারের থেকে এগিয়ে রয়েছেন নিকোলাস। মোট ৮৫৮ টি পাস বাড়িয়েছেন তিনি। মোহনবাগানের প্রাক্তন জোসবা বেইতিয়াকেও (৭৭২ টি পাস) পিছনে ফেলে দিয়েছেন এ ব্যাপারে। বেইতিয়া এখন খেলেন রাউন্ড গ্লাস পাঞ্জাবে।

গোল করানো ছাড়াও আক্রমণ গড়া মাঝমাঠের ফুটবলারদের অন্যতম কাজ। এ ক্ষেত্রেও নিকোলাসের জুড়ি মেলা ভার। ‘কি পাস’ বাড়ানোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন সাদা কালো বিদেশি। মোট কুড়িটি কি পাস তিনি বাড়িয়েছেন। এক নম্বরে রয়েছেন গোকুলাম কেরালার ভারতীয় তরুণ এমিল বেনি (২১ টি কি পাস)।

ডিফেন্সিভ কোয়ালিটিও রয়েছে নিকোলাসের। এক কথায় আই লিগে অল রাউন্ড পারফরম্যান্স মেলে ধরেছেন তিনি। ৩৩৭ বার চ্যালেঞ্জে গিয়েছেন তিনি। যা টুর্নামেন্টের যে কোনো দলের যে কোনো ফুটবলারের থেকে অনেক বেশি।