Manoj mohammad: মহামেডানের তারকা ফুটবলারকে ‍‘হ্যাইজ্যাক’ করল এই ফুটবল ক্লাব

Manoj Mohammed can return to East Bengal

তিন বছরের চুক্তিতে গতবারের আইএসএল চ‍্যাম্পিয়ান হায়দ্রাবাদ এফসি’তে যোগ দিলেন মনোজ মহম্মদ (Manoj mohammad)। ইস্টবেঙ্গলের ইউথ প্রোডাক্ট মনোজ আইলিগে মহামেডান স্পোর্টিংয়ের হয়ে খেলেছেন।

২০২০ সালে সাদা কালো ব্রিগেডে যোগ দেন মনোজ।২৯ টা ম‍্যাচ খেলেছিলেন এই লেফট‍ব‍্যাক।২০২১-২২ মরসুমে মহামেডানের আইলিগে রানার্সআপ হওয়ার নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি।

   

“আমি অত‍্যন্ত আনন্দিত এই ক্লাবে সই করে।মাঠে নামার অপেক্ষায় আছি শুধু।ট্রেনিং সেশন হোক কিংবা ম‍্যাচ, প্রতি ক্ষেত্রে নিজের সেরাটা দিতে চাই।”- এমনটাই জানিয়েছেন মনোজ নতুন ক্লাবে যোগদান করার পর ।

মহামেডানের গুরুত্বপূর্ণ ফুটবলার ছিলেন মনোজ।দীর্ঘ ৪০ বছর বাদে ক্লাবের কলকাতা লিগ জয়ের নেপথ্যে পালন করেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা।
আসন্ন মরসুমে হায়দ্রাবাদ এফসি ছেড়ে এটিকে মোহনবাগানে যোগ দিয়েছেন আশিশ রাই।তার শূন্যস্থান কতোটা ভরাট করতে পারেন মনোজ,এখন সেটাই দেখার বিষয়।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন