দিন কয়েক আগেই প্রকাশ্যে এসেছিল মহামেডান স্পোর্টিং ক্লাবের (Mohammedan SC) আইএসএলে যুক্ত হওয়ার কথা। যা নিয়ে খুশির আমেজ দেখা দিয়েছিল সাদা-কালো সমর্থকদের মধ্যে। কিন্তু সেই আনন্দের ঘোর কাটার আগেই ফের সমস্যার মুখে ময়দানের এই তৃতীয় প্রধান। দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর কথা জানালো দলের প্রধান ইনভেস্টর বাঙ্কারহিল। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি।
আগামী কয়েক বছর ক্লাবকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শ্রাচী স্পোর্টসের সঙ্গে হাত মেলানোর কথা থাকলেও তা সেটা এখন সম্ভব নয়। তিন বছরের চুক্তি হওয়ার কথা থাকলেও বর্তমানে বদলে গিয়েছে গোটা পরিস্থিতি। সোমবার রাতে ফেসবুক লাইভ করে ঠিক এমনটাই জানালেন বাঙ্কারহিল কর্তা দীপক কুমার সিং। কিন্তু হঠাৎ কেন সরে আসার সিদ্ধান্ত নিল এই লগ্নিকারী সংস্থা?
যার কারণ হিসেবে মূলত তিনটি বিষয় উল্লেখ করেন দীপক কুমার সিং। যেখানে প্রথমেই উঠে আসে বোর্ড অফ ডিরেক্টরদের কথা। পূর্ব পরিকল্পনা অনুযায়ী সেখানে দুই সংস্থা থেকে দুইজন করে সদস্যের পাশাপাশি ক্লাবের তরফে দুই সদস্যের অংশগ্রহণের কথা বলা হলেও তা বাস্তবায়িত হয়নি। পরবর্তীতে সেখানে পাঁচ সদস্যের যোগদানের কথা জানানো হয় ক্লাবের তরফে। এছাড়াও বোর্ডের চেয়ারম্যান হিসেবে নাকি ক্লাব সদস্যকে দায়িত্বে আনতে চায় ক্লাবের সাবেক কর্তারা।
তবে এখানেই শেষ নয়। শেয়ার ট্রান্সফার করার কথাও বলেন দীপক কুমার সিং। তাঁর কথায় ক্লাবের ৬১ শতাংশ শেয়ার লগ্নিকারী সংস্থার কাছে ট্রান্সফার করার কথা থাকলেও তা এখনো পর্যন্ত করেননি ক্লাব কর্তারা। তা খুব একটা ভালোভাবে নেয়নি। যারফলে আজ এই পরিণতি।