বিরাট চমক! মনভীর সিংকে দলে নেওয়ার পথে মহামেডান স্পোর্টিং ক্লাব

নজরকাড়া পারফরম্যান্স দিয়ে ইন্ডিয়ান সুপার লিগ শুরু করেছিল মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। শক্তিশালী এফসি গোয়াকে আটকানোর পর অনায়াসেই চেন্নাইয়িন এফসিকে পরাজিত করেছিল সাদা-কালো ব্রিগেড।…

Former Northeast United FC Striker Manvir Singh

নজরকাড়া পারফরম্যান্স দিয়ে ইন্ডিয়ান সুপার লিগ শুরু করেছিল মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। শক্তিশালী এফসি গোয়াকে আটকানোর পর অনায়াসেই চেন্নাইয়িন এফসিকে পরাজিত করেছিল সাদা-কালো ব্রিগেড। কিন্তু বেশিদিন বজায় থাকেনি এই ছন্দ। পরবর্তী ম্যাচ থেকেই ফের ধাক্কা খাওয়া শুরু মহামেডানের। তারপর এখনও পর্যন্ত জয়ের দেখা পায়নি ময়দানের এই প্রধান। হারতে হয়েছে টানা আটটি ম্যাচ। যারফলে কোচের ভূমিকা নিয়েও উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন।

বহু আগে থেকেই সমর্থকদের মধ্যে কোচ বদলের দাবি উঠতে শুরু করলে ও সেই নিয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে নারাজ ম্যানেজমেন্ট। যতদূর জানা গিয়েছে, দলের এমন খারাপ সময়ের মধ্যেও আন্দ্রে চেরনিশভের উপর আস্থা রাখছে সাদা-কালো ম্যানেজমেন্ট। এই মুহূর্তে দোল ভালো পরিস্থিতির মধ্যে না থাকলেও আসন্ন উইন্টার ট্রান্সফার উইন্ডোকে কাজে লাগিয়ে দলের মধ্যে একাধিক বদল আনার পরিকল্পনা রয়েছে মহামেডানের।

   

সেক্ষেত্রে ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছে মনভীর সিংয়ের নাম। হ্যাঁ ঠিকই শুনেছেন। বর্তমানে খালিদ জামিলের জামশেদপুর এফসির সঙ্গে যুক্ত রয়েছেন বছর তেইশের এই ফরোয়ার্ড। কিন্তু এখনও পর্যন্ত সেভাবে সুযোগ পাননি এই ফুটবলার। জামশেদপুর এফসির হয়ে খেলেছেন এখনও পর্যন্ত মাত্র একটি ম্যাচ। এই পরিস্থিতিতে আগত ট্রান্সফার উইন্ডোতে দল ছাড়তে চান মনভীর। হিসাব অনুযায়ী আগামী বছরের মাঝামাঝি সময় পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তি থাকলেও সেটিতে ইতি টেনে অন্য দলে যোগ দিতে আগ্রহী তিনি।

এই সমস্ত কিছু খতিয়ে দেখেই মনভীরকে নাকি সই করাতে চাইছে সাদা-কালো ব্রিগেড। কথাবার্তা ও নাকি এগিয়ে গিয়েছে অনেকটা। সব ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই মহামেডানের জার্সিতে দেখা যেতে পারে এই ফুটবলারকে। পূর্বে নিজেদের প্রাক্তন তারকা ডেভিড লালহানসাঙ্গাকে দলে ফিরিয়ে আনার পরিকল্পনা থাকলেও এখনই তাঁকে ছাড়তে নারাজ ইমামি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। যারফলে আর এগোয়নি সেই ডিল। তাই বিকল্প ফুটবলারের খোঁজে ব্ল্যাক প্যান্থার্সরা।