আইলিগের ( I-League) শুরু থেকেই অনবদ্য ছন্দে রয়েছে মোহনবাগান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। আসলে মরশুমের শুরুতে ট্রফি জয় করার পর থেকেই বাড়তি আত্মবিশ্বাস দেখা দিয়েছে দলের ফুটবলারদের মধ্যে। যার দরুণ অনায়াসেই তারা পরাজিত করতে শুরু করে টুর্নামেন্টের একের পর এক শক্তিশালী ফুটবল ক্লাবকে।
তাই আইলিগের প্রথম লেগে অপরাজিত থাকে ময়দানের এই তৃতীয় প্রধান। তবে দ্বিতীয় লেগ শুরু হতেই জোর ধাক্কা লাগে তাদের। ঘরের মাঠে বিরাট বড় ব্যবধানে তাদের পরাজিত হতে হয় রিয়াল কাশ্মীরের কাছে। যা নিয়ে রীতিমতো ক্ষোভে ফুঁসতে শুরু করেছিল দলের সমর্থকদের একাংশ।
এমন পরিস্থিতিতে দর্শক শূন্য করেই খেলতে হয়েছিল একাধিক ম্যাচ। তবে সেই একটাই পরাজয়। পরবর্তী ম্যাচ থেকে ফের ঘুরে দাঁড়ায় মহামেডান। টুর্নামেন্টের প্রথম লেগের পর দ্বিতীয় লেগেও এখনো পর্যন্ত পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে রয়েছে সাদা-কালো ব্রিগেড। বাকিদের থেকে প্রায় ৮ পয়েন্টের পার্থক্য রয়েছে তাদের।
মহামেডানের পরেই খেতাব জয়ের দৌড়ে রয়েছে রিয়াল কাশ্মীর এবং হায়দরাবাদের দল শ্রীনিধি ডেকান ফুটবল ক্লাব। তবে এবার বদলার ম্যাচ হতে চলেছে আন্দ্রে চেরনিশভের ছেলেদের কাছে। শনিবার দুপুরে ম্যাচে সেই রিয়াল কাশ্মীর দলের বিপক্ষে খেলতে হবে ব্ল্যাক প্যান্থার্সকে। ঘরের মাঠে এই দল যে অনেকটাই শক্তিশালী থাকবে সেটা ভালো মতোই জানেন সকলে।
তবুও পুরো পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে চাইবেন ডেভিডরা। চোটের কারণে রেমসাঙ্গাকে শহরে রেখে আসা হলেও আদিঙ্গা থেকে শুরু করে অ্যালেক্সিস এবং ব্যারেটোর মত ফুটবলারদের সামনে রেখেই জয় ছিনিয়ে নিতে চাইছে সাদা-কালো ব্রিগেড। যতদূর খবর, রেমসাঙ্গা ছাড়া বর্তমানে সম্পূর্ণ সুস্থ রয়েছেন দলের বাকি ফুটবলাররা।
তবে কাশ্মীরের আবহাওয়া ও কৃত্রিম ঘাষের মাঠ কিছুটা হলেও বাড়তি চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে কলকাতার এই ফুটবল দলকে। এই মুহূর্তে দাঁড়িয়ে ট্রফি জয় অনেকটা নিশ্চিত হয়ে গেলেও বাকি সবকটি ম্যাচ জিতেই লিগ শেষ করার লক্ষ্য রয়েছে দলের ফুটবলারদের।