১৭ জুলাই কলকাতা ফুটবল লিগের (CFL 2025) ম্যাচে ক্যাল্যাণী স্টেডিয়ামে খিদিরপুর স্পোর্টিং ক্লাবের (Kidderpore SC) বিরুদ্ধে মাঠে নামবে মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। ইউনাইটেড স্পোর্টস ক্লাবের বিপক্ষে কঠিন পরাজয়ের পর এবার ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে প্রস্তুত মেহরাজউদ্দিন ওয়াডুর দল।
সাদা-কালো জায়ান্টরা এবারের ঘরোয়া লিগের মরসুমে এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছে। যদিও ফলাফল তাদের পক্ষে যায়নি, তবে তরুণ ফুটবলারদের পারফরম্যান্সে ভবিষ্যতের সম্ভাবনার ইঙ্গিত স্পষ্ট। ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে কিছু ভুলের মাশুল দিতে হলেও, এখন সেই অভিজ্ঞতা থেকেই শিক্ষা নিয়ে আরও সুসংহতভাবে মাঠে নামতে চায় দল।
দলের প্রধান কোচ মেহরাজউদ্দিন ওয়াডু বলেন, “তরুণ দল নিয়ে কাজ করা সবসময়ই চ্যালেঞ্জের। কিন্তু আমি গর্বিত ছেলেরা যেভাবে পরিশ্রম করছে এবং প্রতিটি ম্যাচে উন্নতির চেষ্টা করছে। আমরা জানি কিডারপুরকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। তবে আমাদের লক্ষ্য একটাই—তিন পয়েন্ট।”
কালীঘাটকে হারিয়ে ডার্বির আগে পাল্লা ভারী বাগানের
মহামেডান এসসি বরাবরই তরুণ প্রতিভা তুলে আনার জন্য পরিচিত। রিজার্ভ দলের এই খেলোয়াড়রাও সেই ধারারই প্রতিনিধি। অনেকেই প্রথমবারের মতো সিএফএলে খেলছে, কিন্তু তাদের খেলায় রয়েছে সাহস, গতি এবং আক্রমণাত্মক মানসিকতা। দলে আছেন কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড়ও, যারা তরুণদের গাইড করছেন।
খিদিরপুর এসসি অবশ্য সহজ প্রতিপক্ষ নয়। দলটি ভালো ফর্মে রয়েছে এবং প্রতিটি বিভাগেই ভারসাম্যপূর্ণ। ফলে ম্যাচটি হতে চলেছে হাড্ডাহাড্ডি লড়াইয়ের। মহামেডান কোচিং স্টাফ প্রতিপক্ষ বিশ্লেষণ করে মাঠে সেরা কৌশল প্রয়োগে প্রস্তুত। তাই ফুটবলপ্রেমীদের জন্য বৃহস্পতিবারের ম্যাচটি এক দারুণ সুযোগ প্রতিশ্রুতিশীল কিছু মুখের পারফরম্যান্স দেখার। ক্যাল্যাণীতে ম্যাচ হলেও ক্লাব সমর্থকদের আগ্রহ তুঙ্গে। মাঠ কিংবা টিভির পর্দায়, সমর্থকরা চাইবে প্রিয় দলের জয়ের প্রত্যাবর্তন।
Mohammedan SC eyeing comeback in next CFL 2025 fixture against Kidderpore SC