ঘানার এই ডিফেন্ডারের সঙ্গে চুক্তি বাড়ানোর সিদ্ধান্ত ব্ল্যাকপান্থারদের

এই সিজনে আইলিগ জয় করেছে মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। সেই সুবাদে নতুন ফুটবল মরশুমে আইএসএলে অংশ নেবে এই তৃতীয় প্রধান। দেশের এই প্রথম সারির…

Joseph Adjei Mohammedan SC

এই সিজনে আইলিগ জয় করেছে মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। সেই সুবাদে নতুন ফুটবল মরশুমে আইএসএলে অংশ নেবে এই তৃতীয় প্রধান। দেশের এই প্রথম সারির ফুটবল টুর্নামেন্টে অংশ নেওয়ার কথা মাথায় রেখেই নতুন করে দল গঠনের কাজ শুরু করে দিয়েছে ম্যানেজমেন্ট।

যারফলে, একাধিক বদল আসতে চলেছে সাদা-কালো শিবিরের অন্দরে। কিন্তু এক্ষেত্রে নিজেদের দলের দাপুটে ফুটবলারদের ধরে রাখার পরিকল্পনা রয়েছে ব্ল্যাক প্যান্থার্সদের। যাদের মধ্যে রয়েছেন পদম ছেত্রী থেকে শুরু করে এডি হার্নান্দেজ ও অ্যালেক্সিস গোমেজের মতো ফুটবলার। কিন্তু সেখানেই শেষ নয়।

   

আরো এক বিদেশি ফুটবলারকে ধরে রাখার পথে হাঁটতে চলেছে মহামেডান স্পোর্টিং ক্লাব। তিনি জোসেফ আদজেই। এবারের এই ফুটবল সিজনে সাদা-কালো দলের জার্সিতে যথেষ্ট চনমনে থেকেছেন ঘানার এই ফুটবলার। আইলিগে মোট ২২টি অ্যাপিয়ারেন্সে ১টি গোল করার রেকর্ড ও রয়েছে এই বিদেশি সেন্টার ব্যাকের। মূলত রক্ষনভাগের প্রধান ফুটবলার হিসেবে বিবেচিত হলেও প্রয়োজনে রাইট ব্যাক কিংবা ডিফেন্সিভ মিডফিল্ডেও যথেষ্ট সক্রিয় থাকতে পারেন এই তারকা। তবে চলতি বছরের মে মাসেই এই ফুটবলারের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে মহামেডান স্পোর্টিং ক্লাবের।

শোনা যাচ্ছে, তারপরেই এই ফুটবলারের সঙ্গে চুক্তি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মহামেডান ম্যানেজমেন্ট। এছাড়াও আইএসএল এর মত বৃহৎ টুর্নামেন্টের কথা মাথায় রেখে আরো একাধিক দাপুটে বিদেশি ফুটবলারদের দলে আনার পরিকল্পনা রয়েছে রেড রোডের এই ফুটবল ক্লাবের।