Mohammedan SC: রেফারিং নিয়ে অসন্তোষ হয়ে ফেডারেশনে দ্বারস্থ ব্ল্যাক পান্থাররা

Refereeing I League india

গতকাল, শুক্রবার আইলিগের প্রথম অ্যাওয়ে ম্যাচে সুদেবা দিল্লির বিপক্ষে অতি সহজেই তিন পয়েন্ট সংগ্রহ করেছে মহামেডান স্পোর্টিং ক্লাব ৯Mohammedan SC)। মাঝে শিলং লাজং এফসির বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হলেও পরবর্তীকালে নিজেদের ঘরের মাঠে নৈহাটির বঙ্কিমাঞ্চল স্টেডিয়ামে ট্রাউ এফসির বিপক্ষে তিন পয়েন্ট সংগ্রহ করেই মাঠ ছেড়েছিল ব্ল্যাক প্যান্থার্স।

Advertisements

গতকাল বাইরের মাঠে সেই ধারা বজায় রাখাই অন্যতম উদ্দেশ্য ছিল সকলের। ম্যাচের মাঝে দল নয়জনে হয়ে গেলেও নির্ধারিত সময়ের শেষে সেটাই ধরে রাখতে সক্ষম হয়েছে দল। কিন্তু রেফারির সিদ্ধান্ত নিয়ে কিছুতেই সন্তুষ্ট থাকা সম্ভব হচ্ছে না মহামেডান স্পোর্টিং ম্যানেজমেন্টের। সেকারনে শেষ ম্যাচে তিন পয়েন্ট সংগ্রহ করে দল ফিরলেও এবার নিম্নমানের রেফারিংয়ের পাশাপাশি বিবিধ অভিযোগ নিয়ে এবার ভারতীয় ফুটবল ফেডারেশনের কাছে দ্বারস্থ হচ্ছে সাদা-কালো ব্রিগেড।

   

উল্লেখ্য, ম্যাচের প্রথমার্ধে দুই গোলে দল এগিয়ে গেলেও পরবর্তীতে রেফারির বিতর্কিত সিদ্ধান্তের দরুন লাল কার্ড দেখতে হয় মহামেডান স্পোর্টিংয়ের দুই বিদেশী ফুটবলারদের। তাদের মধ্যে ছিলেন অ্যালেক্সিস গোমেজ ও কাসিমাভ।রেফারির এই সিদ্ধান্ত কিছুতেই মেনে নেওয়া সম্ভব হয়নি ময়দানের এই তৃতীয় প্রধানের পক্ষে। যারফলে, এবার বড়সড় পদক্ষেপ নেওয়ার পথে রেড রোডের এই ক্লাব তাঁবু।

Advertisements

তবে গতকালের এই ম্যাচের সরাসরি সম্প্রচারের ব্যবস্থা না থাকলেও নিজেদের ক্যামেরায় এই ম্যাচ রেকর্ড করেছে মহামেডান ম্যানেজমেন্ট। যতদূর জানা গিয়েছে, সেই ফুটেজ দেখিয়েই নাকি ফেডারেশনের কাছে নিজেদের অভিযোগ জানাবে ক্লাব কর্তারা। সেইসাথে পরবর্তী ম্যাচ গুলি সম্প্রচার করার ক্ষেত্রে ও যদি এক সমস্যা দেখা দেয়, তাহলে নিজেদের তরফ থেকেই বিশেষ ব্যবস্থা নেওয়া হবে।

বলাবাহুল্য, ম্যাচের শুরুর দিকেই দল নয় জনে হয়ে গেলেও নিজেদের পারফরম্যান্স ধরে রাখতে সক্ষম হয়েছে সকলে। বিশেষ করে সেই সময় দলের কোচ আন্দ্রে চেরনিশভের তরফ থেকে যে তিনটি পরিবর্তন করা হয় তা যথেষ্ট মাইলেজ দিয়েছে দলকে। তাই শেষ পর্যন্ত তিন পয়েন্ট পেতে কোনো সমস্যা হয়নি তাদের।