সজলের গোলে জয়ের স্বাদ ব্ল্যাক প্যান্থার্সদের, ইস্টবেঙ্গলে টপকে গ্ৰুপ শীর্ষে পুলিশ

Mohammedan SC edge past Aryan Club with crucial 1-0 victory in CFL 2025 at Barrackpore Stadium

কলকাতা ফুটবল লিগের (CFL 2025) শেষ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে বারাকপুর স্টেডিয়ামে খেলতে নেমেছিল মহামেডান এসসি (Mohammedan SC)। প্রতিপক্ষ এরিয়ানকে (Aryan Club) পরাজিত করে তিন পয়েন্ট সংগ্রহ করল সাদা কালো ব্রিগেড। দলের একমাত্র গোলটি করেন সজল বাগ। অন্যদিকে গ্ৰুপ ‘এ’ ম্যাচে পাঠচক্রকে ৫-০ গোলে হারিয়ে গ্ৰুপ শীর্ষে উঠে এল পুলিশ এসি (Police AC)।

Advertisements

এদিন পুরো ম্যাচে দুই দলই রক্ষণ ও আক্রমণে একে অপরকে চাপে রাখে। খেলার প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ তৈরি হলেও কেউই গোল করতে পারেনি। তবে ম্যাচের গতি এবং উত্তেজনা ছিল চোখে পড়ার মতো। ৬৪ মিনিটে মহামেডানের তরুণ মিডফিল্ডার সজল বাগের করা একমাত্র গোল ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। বক্সের বাইরে থেকে নেওয়া তার জোড়ালো শটটি এরিয়ানের গোলকিপার এবং রক্ষণভাগকে একেবারে অসহায় করে তোলে।

গোলের পরে এরিয়ান ক্লাব আক্রমণে ঝাঁপিয়ে পড়লেও মহামেডান রক্ষণভাগ বিশেষ করে স্টপার ব্যাক ও গোলকিপার নজরকাড়া পারফরম্যান্স দেন। শেষ মুহূর্ত পর্যন্ত শক্তিশালী ডিফেন্স এবং ট্যাকটিক্যাল ফুটবল খেলে এক গোলের লিড ধরে রাখতে সক্ষম হয় মেহরাজ উদ্দিনের ছেলেরা ।

এদিনের জয়ে মহামেডান স্পোর্টিং ক্লাব লিগ টেবিলে নিজেদের অবস্থান পরিবর্তন করল। ১১ ম্যাচের তিনটিতে জিতে, এক ম্যাচে ড্র ও সাত ম্যাচে পরাজিত হয়ে ১০ পয়েন্ট নিয়ে দশম স্থানে রয়েছে। এরিয়ান সমান সংখ্যক ম্যাচ খেলে ৯ পয়েন্ট নিয়ে একাদশ স্থানে রয়েছে।

Advertisements

ম্যাচ শেষে মহামেডান কোচ বলেন, “এই জয় আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ছেলেরা দারুণ খেটেছে, বিশেষ করে রক্ষণভাগ। সজলের গোলটি ছিল নিখুঁত। এখন আমাদের লক্ষ্য শেষ ম্যাচে পূর্ণ পয়েন্ট নিয়ে লিগ শেষ করা।”

Mohammedan SC edge past Aryan Club with crucial 1-0 victory in CFL 2025 at Barrackpore Stadium