Mohammedan SC vs Odisha FC: এল না জয়! ওডিশার সাথে পয়েন্ট নষ্ট মহামেডানের

কলিঙ্গের বুকে এবার পয়েন্ট নষ্ট করল মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। নির্ধারিত সূচি অনুযায়ী শুক্রবার সন্ধ্যায় ইন্ডিয়ান সুপার লিগের পরবর্তী অ্যাওয়ে ম্যাচ খেলতে নেমেছিল সাদা-কালো…

Mohammedan SC Drop Points Against Odisha FC in ISL Clash"

short-samachar

কলিঙ্গের বুকে এবার পয়েন্ট নষ্ট করল মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। নির্ধারিত সূচি অনুযায়ী শুক্রবার সন্ধ্যায় ইন্ডিয়ান সুপার লিগের পরবর্তী অ্যাওয়ে ম্যাচ খেলতে নেমেছিল সাদা-কালো ব্রিগেড। যেখানে তাঁদের লড়াই করতে হয়েছিল সার্জিও লোবেরার শক্তিশালী ওডিশা এফসির সঙ্গে। পূর্ণ সময়ের শেষে গোলশূন্য ফলাফলে শেষ হয় এই ফুটবল ম্যাচ। সেই নিয়ে যথেষ্ট হতাশ মহামেডান সমর্থকরা। বলাবাহুল্য, অন্যান্য দিনের তুলনায় কার্ড সহ একাধিক সমস্যা থাকায় এদিন খেলতে পারেননি হুগো বুমোসের পাশাপাশি মুর্তাজা ফলের মতো।

   

স্বাভাবিকভাবেই এই ম্যাচে জয় পাওয়া অপেক্ষাকৃত সহজ ছিল অ্যালেক্সিস গোমেজদের কাছে। কিন্তু সেটা কাজে লাগানো সম্ভব হয়নি। পরিস্থিতি বুঝে গোটা ম্যাচ জুড়ে একাধিকবার আক্রমণে উঠলেও গোলের মুখ খুলতে পারেননি মনভীর সিং‌রা। তবে এমন দল নিয়ে ও আক্রমণে উঠতে ভোলেনি ওডিশা ইসাক ভানলালরুয়াতফেলা হোক কিংবা থৈবা সিং। গোলের সহজ সুযোগ তৈরি করলে ও অনায়াসেই পরিস্থিতি সামাল দেন সাদা-কালো গোলরক্ষক পদম ছেত্রী। যারফলে গোলের মুখ খোলা সম্ভব হয়নি ওডিশার পক্ষে।

Also Read |  চোট সমস্যার জেরে জামশেদপুর ম্যাচে নেই জেসুস জিমেনেজ

দ্বিতীয়ার্ধে ও একাধিকবার গোলের সহজ সুযোগ চলে এসেছিল দুই দলের কাছে। কিন্তু কাজের কাজ তেমন কিছুই হয়নি। সম্পূর্ণ সময় শেষে অমীমাংসিত ফলাফলে শেষ হয় এই ফুটবল ম্যাচ। যারফলে ২৩ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের সপ্তম স্থানেই নিজেদের ধরে রাখল জগন্নাথের রাজ্যের এই ফুটবল ক্লাব। যারফলে পরবর্তী ম্যাচে জামশেদপুর এফসির ঘরের মাঠে জয় সুনিশ্চিত করতে পারলে চ্যাম্পিয়নশিপের দৌড়ে নিজেদের ধরে রাখতে পারবে সার্জিও লোবেরার ছেলেরা। অন্যদিকে, কিছুটা হলেও চাপ বাড়ল ইমামি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবের।

সুপার সিক্সের লড়াইয়ে নিজেদের ধরে রাখতে হলে পরবর্তী দুইটি ম্যাচে বেঙ্গালুরু এফসির পাশাপাশি শক্তিশালী নর্থইস্ট ইউনাইটেডের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে বড় ব্যবধানে জয় ছিনিয়ে নিতে হবে অস্কার ব্রুজনের ছেলেদের। যা নিঃসন্দেহে কঠিন চ্যালেঞ্জ কলকাতা ময়দানের এই প্রধানের কাছে।