কলকাতা লিগ ২০২৫ (CFL 2025) প্রিমিয়ার ডিভিশনের অবনমন রাউন্ডে (Relegation Round) শনিবার একপ্রকার মরণ-বাঁচনের লড়াই ছিল মহামেডান স্পোর্টিং ক্লাবের (Moahmmedan SC)। নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে রেলওয়ে এফসির (Railway FC) বিরুদ্ধে ম্যাচটি তাদের জন্য ছিল প্রেস্টিজ এবং পয়েন্ট দুই বাঁচানোর লড়াই। আর সেই লড়াইয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে রেলকে কার্যত লাল সিগন্যাল দেখিয়ে ৬-১ ব্যবধানে জয় ছিনিয়ে নিল সাদা-কালো ব্রিগেড।
AIFF on IFA Shiled : কবে থেকে শুরু হচ্ছে IFA শিল্ড? মিলল ফেডারেশনের সবুজ সংকেত
ম্যাচের শুরু থেকেই চেনা ছন্দে দেখা যায়নি রেলওয়ে এফসিকে। শুরুতেই অ্যাগ্রেসিভ প্রেসিং ফুটবলে চাপে ফেলে দেন মহামেডান ফুটবলাররা। যদিও শুরুতে কয়েকটি সুযোগ তৈরি করে নিয়েছিল রেলওয়ে শিবির। ম্যাচের ১৪ মিনিটে কর্নার আদায় করে নেয় তারা। ১৬ মিনিটে গোলের কাছাকাছি গিয়েও ব্যর্থ হন রেল ফরোয়ার্ডরা।
এরপরই খেলা পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে নেন সজল বাগ, শিবা মাণ্ডিরা। ১৮ মিনিটে শিবার শট অল্পের জন্য বাইরে চলে যায়। তবে এক মিনিটের মধ্যেই অ্যাডিশন চমৎকার থ্রু বল থেকে প্রথম গোলটি করে এগিয়ে যায় মহামেডান।
India vs Pakistan : ভারত বনাম পাক ম্যাচ বিনামূল্যে কোথায় দেখবেন? রইল সম্ভাব্য একাদশ
প্রথমার্ধে লালঙ্গাইসাকা দলের হয়ে দ্বিতীয় গোলটি করে ব্যবধান বাড়ান। ২-০ গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে মেহরাজউদ্দিন ওয়াড়ুর ছেলেরা।
দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক মেজাজে নামে মহামেডান। ম্যাচের ৫৬ মিনিটে অ্যাডিশনের নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান ৩-০ করেন। এরপর ৭২ মিনিটে স্কোরশিটে নাম লেখান বামিয়া সামাদ। কিছুক্ষণের মধ্যেই শিবা মাণ্ডি দুর্দান্ত একটি ফিনিশিংয়ে স্কোরলাইন ৫-০ করেন।
Sanju Samson : পাক ম্যাচে কত নম্বরে সঞ্জু? ব্যাটিং লাইনআপ ঘোষণা কোচের!
৮৮ মিনিটে রেলওয়ে এফসির হয়ে একমাত্র সান্ত্বনার গোলটি করেন প্রশান্ত দাস। তবে সেই গোল আর ম্যাচে কোনও প্রভাব ফেলতে পারেনি। ম্যাচের অন্তিম মুহূর্তে লালরোথাঙ্গার গোলে ৬-১ করে ম্যাচে মহামেডান সিল করে দেয় নিজেদের জয়।
এই জয়ের ফলে অবনমন রাউন্ডে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট পেয়ে কিছুটা স্বস্তিতে মেহরাজউদ্দিনের ছাত্ররা। এখনও কয়েকটি ম্যাচ বাকি থাকলেও শনিবারের জয় সাদা-কালো ব্রিগেডকে আত্মবিশ্বাস দেবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ম্যাচের পর কোচ মেহরাজউদ্দিন ওয়াড়ু বলেন, “ছেলেরা আজ যেভাবে খেলেছে, তাতে আমি গর্বিত। এখনও অনেক পথ বাকি। তবে এই পারফরম্যান্স আমাদের আত্মবিশ্বাস জোগাবে।”
India vs Pakistan : ভারত-পাক ম্যাচে অস্বাভাবিক চিত্র! ইতিহাসে প্রথমবার বড় সিদ্ধান্ত আয়োজকদের
এই মুহূর্তে অবনমন রাউন্ডের পয়েন্ট টেবিলে কিছুটা এগিয়ে মহামেডান। তবে অবনমন এড়াতে হলে পরবর্তী ম্যাচগুলিতেও এমন পারফরম্যান্স বজায় রাখতে হবে। এদিনের জয় তাদের কাছে শুধু তিন পয়েন্ট নয়, বরং আশার আলোও বটে।
Mohammedan SC crush Railway FC by 6-1 in CFL 2025 Relegation Round