Mohammedan SC: ছেলেদের খেলায় খুশি সাদা-কালো কোচ, কী বললেন মেহরাজ?

গত ম্যাচে ঘরের মাঠে দাপটের সঙ্গে খেললেও শেষ পর্যন্ত পয়েন্ট হাতছাড়া করেই মাঠ ছাড়তে হয়েছিল সাদা-কালো (Mohammedan SC) ব্রিগেডকে।

Mohammedan SC Coach Mehrajuddin Wadoo

গত ম্যাচে ঘরের মাঠে দাপটের সঙ্গে খেললেও শেষ পর্যন্ত পয়েন্ট হাতছাড়া করেই মাঠ ছাড়তে হয়েছিল সাদা-কালো (Mohammedan SC) ব্রিগেডকে। তাই আজ ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই মাঠে নেমেছিল দল। শুরু থেকেই অত্যন্ত দাপটের সাথে প্রতিপক্ষের ডিফেন্সে হানা দিতে থাকে মহামেডান দলের ফুটবলাররা।

এভাবেই ম্যাচের ঠিক ২৫ মিনিটের মাথায় প্রতিপক্ষের জালে বল জড়িয়ে দেন ডেভিড। যদিও সেই গোল করে খুব একটা খুশি হওয়া সম্ভব হয়নি খেলোয়াড়দের পক্ষে। ১-১ গোলের ফলাফল নিয়েই তাদের শেষ করতে হয়েছিল প্রথমার্ধ। তবে দ্বিতীয়ার্ধ থেকে যথেষ্ট চনমনে হয়ে ওঠে সাদা-কালো শিবির।

রেফারির বাঁশি বাজার পর থেকেই বল নিজেদের দখলে রেখে ঘনঘন আক্রমণে উঠে আসতে থাকে মহামেডান দলের ফুটবলাররা। তবে বারবার পিয়ারলেস দলের অনবদ্য ডিফেন্সের সামনে আটকে যেতে হচ্ছিল তাদের। অপরদিক থেকে পিয়ারলেস দলের ফুটবলারদের তরফ থেকে ও বারংবার আক্রমণ উঠে আসতে থাকে সাদা-কালো ডিফেন্সের দিকে। তবে ছেড়ে দেওয়ার পাত্র ছিলনা দলের ফুটবলাররা। নিজেদের সমস্ত শক্তি দিয়ে দলের রক্ষনভাগ সামলেছেন সকলে। শেষ পর্যন্ত, ম্যাচের অতিরিক্ত সময়ে সামাদ আলি মল্লিকের গোলে ম্যাচ জয় করে মহামেডান স্পোর্টিং দল।

যা দেখে খুশি দলের সমর্থকরা। এমনকি খেলোয়াড়দের পারফরম্যান্সে যথেষ্ট খুশি থাকতে দেখা গেল দলের কোচ মেহরাজউদ্দিন ওয়াডুকে। আজ ম্যাচের শেষে তিনি বলেন, ছেলেদের পারফরম্যান্স দেখে আমি যথেষ্ট খুশি। শুরু থেকেই গোটা ম্যাচ জুড়ে যথেষ্ট প্রভাব বিস্তার করে আসছিল আমাদের ফুটবলাররা।

যারফলে, ম্যাচের শুরুতেই গোল এসে যায়। যদিও প্রতি আক্রমণের দরুণ ওরা গোল শোধ করে দিয়ে যায়। তবে দ্বিতীয়ার্ধে ও যথেষ্ট আক্রমণ শানিয়েছে আমাদের দল। প্রতিপক্ষ সেই সময় কিছুটা রক্ষনভাগে জোর দিলেও শেষ মুহূর্তে এসে সামাদ সেই রক্ষনভাগে ফাঁটল ধরিয়ে গোল করে আসে। তার এই পারফরম্যান্স আগামী দিনে দলকে বাড়তি অক্সিজেন দেবে।