চেন্নাইয়িন এফসিকে আটকে কী বললেন চেরনিশভ ?

নতুন বছরের শুরু থেকেই দারুন ছন্দে রয়েছে আন্দ্রে চেরনিশভের (Andrey Chernyshov) মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। অ্যাওয়ে ম্যাচে শক্তিশালী নর্থইস্ট ইউনাইটেডকে ( আটকে দেওয়ার পর…

Andrey Chernyshov blames fatigue after defeat

short-samachar

নতুন বছরের শুরু থেকেই দারুন ছন্দে রয়েছে আন্দ্রে চেরনিশভের (Andrey Chernyshov) মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। অ্যাওয়ে ম্যাচে শক্তিশালী নর্থইস্ট ইউনাইটেডকে ( আটকে দেওয়ার পর কান্তিরাভার বুকে অনায়াসেই তাঁরা আটকে দিয়েছিল শক্তিশালী বেঙ্গালুরু এফসিকে (Bengaluru FC)। যা নিঃসন্দেহে বড়সড় চমক ছিল সকলের কাছে। সেই ধারা বজায় রেখেই গত বুধবার নিজেদের ঘরের মাঠে ওয়েন কোয়েলের চেন্নাইয়িন এফসির (Chennaiyin FC) মুখোমুখি হয়েছিল সাদা-কালো ব্রিগেড। শুরুটা যথেষ্ট আকর্ষণীয় থাকলেও সময় এগোনোর সাথে সাথেই বদলাতে থাকে গোটা পরিস্থিতি। ধীরে ধীরে ম্যাচের মধ্যে আধিপত্য বিস্তার করতে থাকে প্রতিপক্ষ দল।

   

ম্যাচের প্রথম কোয়ার্টারে লালদিনপুইয়ার করা গোলে এগিয়ে যায় চেন্নাইয়িন এফসি। তারপর ম্যাচের মাঝেই পেনাল্টি থেকে গোলের সুযোগ পেয়ে গিয়েছিল সাদা-কালো ব্রিগেড। কিন্তু সেটা কাজে লাগানো সম্ভব হয়নি। নাহলে অনায়াসেই ম্যাচে ফিরে আসতে পারত কাসিমভরা। তারপর ৩৮ মিনিটের মাথায় বিদ্যুৎ বিভ্রাট দেখা যায় স্টেডিয়ামে। কিন্তু তবুও স্বল্প আলোর মধ্যেই ম্যাচ চালিয়ে যাওয়ার নির্দেশ দেন রেফারি। প্রথমার্ধের শেষে একটি গোলের ব্যবধানেই এগিয়ে ছিল দক্ষিণের এই ফুটবল ক্লাব। তারপর দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়িয়ে দেন লুকাস বামব্রিলা।

কিন্তু তবুও হাল ছাড়েননি সাদা-কালো ফুটবলাররা। ম্যাচের অতিরিক্ত সময় দুইটি গোল তুলে নেয় মহামেডান স্পোর্টিং ক্লাব। যা নিঃসন্দেহে চমকে দিয়েছে সকলকে। প্রথমার্ধে দল পেনাল্টি থেকে গোলের সুযোগ হাতছাড়া করলেও ম্যাচের শেষ মুহুর্তে বল গোলে রাখতে ভুল করেননি লালরেমসাঙ্গা ফানাই। বলা যায় তাঁর গোলেই ম্যাচে ফিরে আসে মহামেডান। দলের এমন পারফরম্যান্স নিয়ে যথেষ্ট খুশি সমর্থকরা। ম্যাচ পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই প্রসঙ্গে চেরনিশভ বলেন, ” আমরা বুঝতে পারছি যে আমরা শারীরিকভাবে শক্তিশালী একটি দলের বিরুদ্ধে খেলেছি। তাঁরা সত্যিই শক্তিশালী, এবং তাঁরা ম্যাচের সময় অনেক বেশি দৌড়ায়।”

এই আইলিগ জয়ী কোচ আরও বলেন, ” চেন্নাইয়িন এফসিতে এমন অনেক খেলোয়াড় আছে যারা ভালো ক্রস তুলতে পারে এবং সেট পিস থেকে ভালো বল এগিয়ে দিতে পারে। আমরা এই সমস্ত কিছুর জন্য প্রস্তুত ছিলাম। আমরা খুব ভালো শুরু করেছিলাম কারণ আমাদের পরিকল্পনা ছিল; আমরা জানতাম কিভাবে তাদের বিরুদ্ধে খেলতে হয়। কিন্তু আজ আমরা আমাদের সমর্থকদের জন্য আরও বেশি খেলেছি। গত কয়েকদিনে, তাঁরা আমাদের অনেক সমর্থন করেছে তাঁরা আমাদের সঙ্গে থেকেছে এবং আমরা তাঁদের ভালো কিছু দিতে চাই আমরা তাঁদের খুশি করতে চাই এবং আমার মনে হয় আমরা সেটা করতে পেরেছি।”