শনিবার সন্ধ্যায় যুবভারতী আইএসএলের চতুর্থ ম্যাচ খেলতে নেমেছিল মহামেডান স্পোর্টিং ক্লাব। তাঁদের লড়াই করতে হয়েছিল পড়শী ক্লাব মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে। সম্পূর্ণ সময়ের শেষে বিরাট বড় ব্যবধানে পরাজিত হতে হয়েছে মেরিনার্সদের কাছে। যারফলে কিছুটা হলেও হতাশ সাদা-কালো সমর্থকরা। এই ম্যাচে পরাজিত হওয়ার ফলে বর্তমানে ৪ ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দশ নম্বরে নেমে যেতে হয়েছে সাদা-কালো ব্রিগেডকে।
সেই নিয়ে কিছুটা হলেও হতাশ থাকবেন সাদা-কালো সমর্থকরা। তবে আটকে যাওয়া মোহনবাগান যে কতটা ভয়ঙ্কর সেটা ভালো মতোই বুঝতে পেরেছেন মহামেডান কোচ আন্দ্রে চেরনিশভ। ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ” মোহনবাগান আমাদের আইএসএলের সঠিক মাপকাঠি দেখিয়েছে। তাঁরা দারুন খেলেছে এবং তাঁদের দলে একাধিক প্রতিভাবান ফুটবলার রয়েছে। আমি কখনও বলছি না যে আমার দল খারাপ। আমাদের ছেলেরা ও চেষ্টা করেছে। তবে আমরা আমাদের দল মহামেডানের সঙ্গে মোহনবাগানের যথেষ্ট পার্থক্য খুঁজে পেয়েছি।”
উল্লেখ্য , গত কয়েক সপ্তাহ আগেই কান্তিরাভা স্টেডিয়ামে শক্তিশালী বেঙ্গালুরু এফসির কাছে পরাজিত হয়েছিল মোহনবাগান। যা নিঃসন্দেহে বড়সড় ধাক্কা ছিল সকলের কাছে। তারপরেই ছিল এই ডার্বি ম্যাচ। বাগানের এই টালমাটাল পরিস্থিতিকে কাজে লাগিয়েই জয় পাওয়ার ভাবনা ছিল মহামেডানের। শেষ ম্যাচে চেন্নাইয়িন এফসির বিপক্ষে জয় আসায় পাল্লা ভারী ছিল তাঁদের। কিন্তু শেষ হাসি হেসেছে সবুজ-মেরুন।
আগামী ১৯ অক্টোবর সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে আরেকটি ডার্বি ম্যাচ খেলবে মোহনবাগান। যেখানে তাঁদের লড়াই করতে হবে চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব ইমামি ইস্টবেঙ্গলের বিপক্ষে। সেই ম্যাচে ও এই জয়ের ধারা বজায় রাখার লক্ষ্য থাকবে শুভাশিস বসুদের।