দলের খেলায় খুশি মহামেডান কোচ চেরনশিভ

Chernyshov has been the coach of Mohammedan SC for one more year
Andrey Chernyshov

কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশন ‘এ’ সুপার সিক্স পর্বের ম্যাচে এরিয়ান এফসি দলের বিরুদ্ধে ৩-০ গোলে জয় পেয়েছে মহামেডান স্পোটিং ক্লাব (Mahamedan SC)। সাদা কালো ব্রিগেডের হয়ে গোল করে অধিনায়ক মার্কাস জোসেফ, উসমানে এন’দিয়া, ফাসলু রহমান।

এই জয়ের পর মহামেডান হেডকোচ আন্দ্রে চেরনশিভ প্রতিক্রিয়ায় বলেন ” আমরা যেখান থেকে শেষ করি সেখান থেকে শুরু করি! আমি দল নিয়ে খুশি। আমাদের ফোকাস এখন পরবর্তী ম্যাচের দিকে।” আগামী ২৯ সেপ্টেম্বর মহামেডানের ম্যাচ ভবানীপুর ক্লাবের বিরুদ্ধে, নৈহাটি স্টেডিয়ামে।

   

প্রসঙ্গত, সদ্য সমাপ্ত ডুরান্ড কাপে মহামেডান স্পোটিং ক্লাব যেরকম ছন্দে শুরু করেছিল একইভাবে রবিবার এরিয়ানের বিরুদ্ধে কলকাতা লিগেও জয় ছিনিয়ে অভিযান শুরু করেছে সাদা কালো শিবির। দীর্ঘ ৪০ বছর পরে মহামেডান তাঁবুতে কলকাতা লিগ ঢুকেছে। লিগের খেলাতেও শুরুটা জয় দিয়ে শুরু করায় সমর্থকরা প্রিয় দলের পারফরম্যান্সে খুশি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন