টানা চার ম্যাচে হার, কার্যত হতাশ করে তুলেছে সমর্থকদের (Mohammedan SC Supporters)। যদিও মরশুম শুরুর পর থেকেই দুরন্ত ছন্দে ছিল ইন্ডিয়ান সুপার লিগে (ISL) নতুন যোগদান করা দল মহামেডান স্পোটিং ক্লাব (Mohammedan SC)। কিন্তু মোহনবাগানের কাছে ডার্বিতে হারের পর থেকেই যেন জুজু দেখল আন্দ্রে চেরনিশভের ছাত্ররা (Andrey Chernyshov)। এরই মধ্যে আগামীকাল আইএসএলে (ISL) সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসির (Bengaluru FC) বিরুদ্ধে মাঠে নামতে চলেছে সাদা-কালো জায়ান্টসরা। এই ম্যাচে একাধিক জিনিসে নিষেধাজ্ঞা (Prohibited Items) জারি করা হল ক্লাবের পক্ষ থেকে।
স্টুয়ার্ট কি খেলবেন চেন্নাইয়িন ম্যাচে? প্রবল সম্ভাবনা
গত মরশুমে আইলিগ চ্যাম্পিয়ন হওয়ার পর আইএসএলে সুযোগ পেয়েছিল মহামেডান। সেই সঙ্গে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছিল সাদা-কালো ব্রিগেডের সমর্থকরাও। সব কিছু ঠিকঠাকই চলছিল, এমনকি অ্যাওয়ে ম্যাচ ওয়েন কোয়েলের চেন্নাইয়িন এফসিকে হারানোর পর আত্মবিশ্বাসী হয়ে উঠেছিল আ্যালেক্সিস-ফ্রাঙ্কারা। এরপরই যেন একের পর এক বিপর্যয় ঘটতে শুরু করে দিল শিবিরে। মিনি ডার্বিতে মোহনবাগান সুপার জায়ান্টের কাছে তিন গোলে হার।
মুম্বইয়ের ট্রেন্ট বোল্টকে নেওয়ার প্রসঙ্গে ‘বিস্ফোরক’ সঞ্জয় বাঙ্গার
মিনি ডার্বিতে হারের ধাক্কা সামলে, নিজেদের ঘরের মাঠে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে খেলতে নেমেছিল ফ্লোরেন্টরা। ম্যাচের শুরু থেকে তাঁরা এগিয়ে থাকলেও, ম্যাচ শেষে ফলাফল যায় তাঁদের বিপক্ষে। ম্যাচ হেরে রেফারিকেই দুষেছিলেন কোচ, কর্মকর্তা থেকে সমর্থকরাও। এরপর ঘরের মাঠেই প্রতিপক্ষ ছিল হায়দরাবাদ এফসি। এই ম্যাচেও ৪-০ গোলে হেরে প্রশ্নের মুখে পড়েছিলেন খোদ রুশ কোচ আন্দ্রে চেরনিশভ। যদিও সমর্থকদের পাশে থাকার বার্তা দিয়েছিলেন তিনি।
অলিম্পিক পদকজয়ী কুস্তিগীর বজরং পুনিয়া চার বছরের জন্য নিষিদ্ধ
এই মাসের শুরুতেই ময়দানের আরেক প্রধান তথা লিগ টেবিলের লাস্ট বয় ইস্টবেঙ্গলের মুখোমুখি হয়েছিল ব্ল্যাক প্যান্থার্সরা। লাল-হলুদের বিপক্ষেও ম্যাচ জিততে ব্যার্থ হয় তাঁরা। এরপর দীর্ঘ ছুটি কাটিয়ে আগামীকাল ঘরের মাঠে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে নামবে চেরনিশভের ছাত্ররা। এই ম্যাচের দুই দিন আগেই ক্লাবের নিজস্ব এক্স হ্যান্ডেলে পোস্ট করে সমর্থকদের উদ্দেশে বার্তা দেওয়া হয়েছিল দ্রুত টিকিট কেনার জন্য। এবার সমর্থকদের সঙ্গে নিয়ে মাঠে একাধিক জিনিস প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হল ক্লাবের তরফে। এর মধ্যে রয়েছে জলের বোতল, ছাতা, ব্যাগ, ক্যামেরা, ক্যামেরা স্টিক সহ একাধিক জিনিস।
🚨 Important Notice 🚨
Ensure a smooth and safe experience by leaving these prohibited items at home. Your cooperation is appreciated! #MSCBFC #ISL #JaanShaanImaanDilMeinMohammedan #JaanJaanMohammedan pic.twitter.com/nBUYF6FHCE
— Mohammedan SC (@MohammedanSC) November 26, 2024