Mohammedan SC: সাদা-কালো ভক্তদের ভালো খেলার আশ্বাস ক্যাপ্টেন মার্কাস জোসেফের

আইলিগে (iLeague) টানা দু’ম্যাচে হারের মুখ দেখে কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে জয় পেয়েছে মহামেডান স্পোর্র্টিং ক্লাব (Mohammedan SC)। নিজেদের তিন নম্বর ম্যাচে ন্যারোকা এফসিকে ৩-১ গোলে…

Mohammedan SC captain Marcus Joseph

আইলিগে (iLeague) টানা দু’ম্যাচে হারের মুখ দেখে কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে জয় পেয়েছে মহামেডান স্পোর্র্টিং ক্লাব (Mohammedan SC)। নিজেদের তিন নম্বর ম্যাচে ন্যারোকা এফসিকে ৩-১ গোলে হারিয়ে সাদা কালো শিবিরের ভক্তদের মুখে হাসি ফুটিয়েছে মার্কাস জোসেফরা।

বিশেষ এই মুহুর্তে মহামেডান স্পোটিং ক্লাবের অধিনায়ক মার্কাস জোসেফ নিজের আবেগ চেপে রাখতে পারেন নি,ভক্তদের কাছে নিজের ক্লাবের প্রতি দায়বদ্ধতা এবং সমর্থকদের প্রিয় দলের ওপর আস্থা বজায় রাখার বার্তা দিতে গিয়ে সামাজিক মাধ্যমে লিখেছেন,”সর্বদা একটি বিশেষ মুহূর্ত যখন দল জেতে! 😍🤩
আজকের ম্যাচের কিছু মুহূর্ত..
#জানজান মোহাম্মদ | #ভারতীয় ফুটবল | #আইলীগ | #MDSPNFC” প্রসঙ্গত,আগামী রবিবার ফের একবার ঘরের মাঠে খেলতে নামছে সেখ ফৈয়াজরা, তবে এবার প্রতিপক্ষ পাল্টে গিয়েছে।মহামেডান নিজেদের চতুর্থ ম্যাচ খেলতে নামবে ট্রাউ এফসির বিরুদ্ধে।

   

জয়ের ধারাবাহিকতা বজায় রাখাই চ্যালেঞ্জ সাদা কালো শিবিরের কাছে।টিমের রক্ষণ নিয়ে কোচ আন্দ্রে চেরনশিভ যথেষ্ট অস্বস্তিতে থাকবেন, কেননা জিতলেও এক গোল খেতে হয়েছে ইম্ফলের ক্লাব দলের বিরুদ্ধে। তাই ডিফেন্স নিয়ে চিন্তা রয়েই যাচ্ছে মহামেডানের এবং দলের ভক্তদের।