আই লিগে ইতিহাস গড়ার সুযোগ মহামেডান স্পোর্টিং ক্লাবের (Mohammedan SC) সামনে। শনিবার টুর্নামেন্টের (I League) বিজেতা নির্ধারণকারী ম্যাচ। যুবভারতী ক্রীড়াঙ্গনে রেফারির প্রথম বাঁশি বাজবে সন্ধ্যা সাতটায়। মহামেডানের বিপরীতে গোকুলাম কেরালা।
চলতি মাসের দশ তারিখে ছিল আই লিগের দু’টি ম্যাচ। একটি মহামেডান স্পোর্টিং ক্লাবের, অপরটি গোকুলাম কেরালার। মহামেডানের ম্যাচটা আগে ছিল। তারা অনায়াসে পরাস্ত করতে সক্ষম হয়েছিল রাজস্থান ইউনাইটেডকে।
কেরালার দলটির ম্যাচ ছিল সন্ধ্যার দিকে। অপরাজিত তকমা নিয়ে তারা নেমেছিল শ্রীনিডি ডেকানের বিরুদ্ধে। অপ্রত্যাশিতভাবে ৩-১ গোলে হেরে গিয়েছিল গোকুলাম। এরপরেই আরও জমে ওঠে আই লিগ সেরা হওয়ার লড়াই।
শনিবারের নির্ণায়ক ম্যাচে নামার আগে কোনও দলই খুব একটা খোশ মেজাজে থাকতে পারবে না। এর আগে অমীমাংসিত রয়ে গিয়েছিল দুই দলের মুখোমুখি লড়াই। ফলত হেড টু হেড নিয়মের সুবিধা কোনো দলই পাবে না।
প্রথমবারের জন্য আই লিগ ট্রফি জিততে হলে মহামেডানের সামনে জয় ছাড়া অন্য কোনো রাস্তা খোলা নেই। অন্য দিকে অংকের হিসেবে কিছুটা এগিয়ে গোকুলাম। কলকাতার অন্যতম প্রধান দলটির বিরুদ্ধে পয়েন্ট কেড়ে নিতে পারলেই ফের সেরার শিরোপা পাবে তারা।