Mohammedan SC: এবার নেরোকা বধ, আইলিগ অনেকটাই নিশ্চিত মহামেডানের

জয়ের ধারা অব্যাহত মহামেডান স্পোর্টিং ক্লাবের (Mohammedan SC)। গত ফুটবল মরশুমটা খুব একটা ভালো না গেলেও এবার এক অন্য ছন্দে ধরা দিয়েছে সাদা-কালো ব্রিগেড। মরশুম…

Mohammedan SC I-League Neroca FC

short-samachar

জয়ের ধারা অব্যাহত মহামেডান স্পোর্টিং ক্লাবের (Mohammedan SC)। গত ফুটবল মরশুমটা খুব একটা ভালো না গেলেও এবার এক অন্য ছন্দে ধরা দিয়েছে সাদা-কালো ব্রিগেড। মরশুম শুরুতেই ময়দানের বাকি দুই হেভিওয়েটকে হারিয়ে কলকাতা লিগ ঘরে তুলেছিল এই তৃতীয় প্রধান।

   

পরবর্তীতে সেই ছন্দই দেখা দিয়েছে আইলিগের মতো টুর্নামেন্টে। শক্তিশালী আইজল এফসিকে হারিয়ে এই জাতীয় স্তরে টুর্নামেন্টের জয়ের সূচনা হয়েছিল মহামেডানের। পরবর্তীতে সময় যত এগিয়েছে ততই বেড়েছে ম্যাচ জয়ের সংখ্যা। মাঝে একটি ম্যাচে পরাজিত হতে হলেও পরবর্তীতে ফের জয়ের সরনীতে ফেরে দল।

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ অ্যাওয়ে ম্যাচে তারা খেলতে নেমেছিল নেরোকা এফসির বিপক্ষে। সম্পূর্ণ সময়ের শেষে ২-০ গোলের ব্যবধানে এই ম্যাচ জিতে নেয় ব্ল্যাক প্যান্থার্সরা। দলের জার্সিতে আজকে জোড়া গোল পান এডি। অন্যদিকে, নেরকা দলের তরফ থেকে একাধিকবার প্রতি আক্রমণে উঠে আসলেও গোলের মুখ খোলা সম্ভব হয়নি তাদের পক্ষে। যার দরুন এবারের আইলিগ জয় প্রায় অনেকটাই নিশ্চিত হয়ে যায় মহামেডানের। বর্তমানে ২০ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রাখল ডেভিডরা।

বাকি দলগুলোর তুলনায় অনেকটাই এগিয়ে রেড রোডের এই ফুটবল ক্লাব। বর্তমানে আইলিগের পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে শ্রীনিধি ডেকান থাকলেও তাদের পক্ষে খেতাব জয় করা অনেকটাই কঠিন।