এই রাইট উইঙ্গারকে বিদায় জানাল মহামেডান

ময়দানের দুই প্রধানের পাশাপাশি এবার তৃতীয় প্রধান হিসেবে আইএসএলে অংশগ্রহণ করবে মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। যা নিঃসন্দেহে বড়সড় পাওনা সমর্থকদের কাছে। এবার ও রাশিয়ান…

Beneston Piecton Barretto

ময়দানের দুই প্রধানের পাশাপাশি এবার তৃতীয় প্রধান হিসেবে আইএসএলে অংশগ্রহণ করবে মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। যা নিঃসন্দেহে বড়সড় পাওনা সমর্থকদের কাছে। এবার ও রাশিয়ান কোচ আন্দ্রে চেরনিশভের তত্ত্বাবধানেই অভিযান শুরু করবে ক্লাব। তাই তার নির্দেশ মেনেই একের পর দাপুটে ফুটবলারদের দিকে নজর ছিল ম্যানেজমেন্টের।

যাদের অধিকাংশের সঙ্গেই চুক্তি সম্পন্ন করেছে ক্লাব। পাশাপাশি দলের একাধিক ফুটবলারদের বিদায় জানানোর ও পরিকল্পনা ছিল তাদের। সেইমতো গত কয়েকদিনে একাধিক ফুটবলারদের বিদায় ও জানিয়েছে দল। যাদের মধ্যে ছিলেন করনদ্বীপ থেকে শুরু করে কোজলভ, বিদেশ্বর সিংয়ের মতো ফুটবলাররা।‌

   

এমনকি সপ্তাহের শুরুতে আভাষ থাপাকে ও রিলিজ করে দিয়েছিল এই ফুটবল ক্লাব। গত আইলিগ মরশুমের কথা মাথায় রেখে তাকে দলে টেনেছিল ম্যানেজমেন্ট। তবে সেভাবে নিজেকে মেলে ধরার সুযোগ পাননি এই ফুটবলার।‌ তাই এবার তাকে রিলিজ করে কলকাতা ময়দানের এই প্রধান। এবার সময় এগোনোর সাথে সাথে আরো দীর্ঘ হতে চলেছে এই তালিকা। গত শুক্রবার তারা বিদায় জানিয়েছে আরেক ভারতীয় ফুটবলারকে। তিনি বেনেস্টন ব্যারেটো। গত আইলিগ সিজনে ৭টি ম্যাচ খেলে ১টি গোল ছিল এই উইঙ্গারের।

বলতে গেলে তার পারফরম্যান্স নিয়ে খুব একটা খুশি নয় ম্যানেজমেন্ট। সেজন্য, বছর ছাব্বিশের এই ফুটবলারকে রিলিজ করেছে ক্লাব। যতদূর খবর তাকে নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে আইজল এফসি। যদিও এখনো পর্যন্ত চূড়ান্ত নয় বিষয়টি।