ইন্ডিয়ান সুপার লিগের প্রথম ম্যাচ খেলেছে মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। লড়েও সোমবার নর্থইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে পরাজয় বরণ করে নিতে হয়েছে ব্ল্যাক প্যান্থার্সকে। ঘরের মাঠে পরাজিত হলেও দলের খেলায় একেবারে অখুশি নন মহামেডান স্পোর্টিং ক্লাবের কোচ আন্দ্রে চেরনিশভ (Andrey Chernyshov)।
মহামেডানের প্রথম ISL ম্যাচে নজরে থাকবেন ২ ফুটবলার
ম্যাচের পর তিনি বলেছেন, ‘অনেকেই আমাদের প্রথম ম্যাচ নিয়ে চিন্তিত ছিলেন। কারণ, আমরা আই লিগ থেকে আইএসএলে অংশ নিয়েছি। আই লিগ আর আইএসএলের মধ্যে বিস্তর ফারাক। তবে আমরা মাঠে এসে একাধিক ভাল মুভমেন্ট করেছি। কিছু ভুল করেছি এবং পরের ম্যাচগুলোতে আমাদের আরও ভালো করতে হবে।’
এরপরেই চেরনিশভ জানিয়েছেন, ‘আমরা এখানে (আইএসএল) শুধু অন্য দলকে পয়েন্ট উপহার দিতে আসিনি। প্রতিপক্ষ যদি পয়েন্ট নিতে চায়, তাহলে তাদের আমাদের বিরুদ্ধে লড়াই করতে হবে। যেমনটা করেছে নর্থইস্ট ইউনাইটেড এফসি। আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি। ম্যাচ প্রতি ম্যাচ আরও ভাল পারফর্ম করার আশা করছি এবং পয়েন্ট নেওয়া শুরু করব।’
মোহনবাগানে নতুন বিদেশি ডিফেন্ডার
A tough night at KBK, but this is just the beginning.
We’ll come back stronger! 💪🏻#JaanJaanMohammedan 💪🏼#BlackAndWhiteArmy 🤍🖤 #IndianFootball ⚽ #MSCinISL #ISL #MSCNEUFC pic.twitter.com/eqYn33eiYO
— Mohammedan SC (@MohammedanSC) September 16, 2024
চেরনিশভের দল ডুরান্ড কাপ ২০২৪ বিজয়ীদের বিরুদ্ধে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিল। ডিফেন্ডিং আই লিগ চ্যাম্পিয়নরা বলের দখল নিজেদের কাছে রাখার চেষ্টা করেছিল। নিজেদের মধ্যে নির্ভুল পাসিং ফুটবল খেলার চেষ্টা করেছে মহামেডান স্পোর্টিং ক্লাব। অ্যালেক্সিস গোমেজ, মিরজালোল কাসিমভ এবং ফ্রাঙ্কার মতো খেলোয়াড়রা সাদা কালো জার্সিতে নজর কেড়েছেন।