Mohammedan SC : মুখ্যামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে স্পনসর জট? সুপার কাপ নিয়ে বড় সিদ্ধান্ত নিল মহামেডান

আর্থিক সমস্যায় জর্জরিত মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC) এবার সুপার কাপে (Super Cup) খেলতে রাজি। গত মরসুমে কোচ এবং ফুটবলারের বেতন বকেয়ার কারণে ট্রান্সফার উইন্ডোতে…

Mohammedan SC agree to play Super Cup after investor issues being resolved

আর্থিক সমস্যায় জর্জরিত মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC) এবার সুপার কাপে (Super Cup) খেলতে রাজি। গত মরসুমে কোচ এবং ফুটবলারের বেতন বকেয়ার কারণে ট্রান্সফার উইন্ডোতে ব্যান করা হয়েছিল তাদের। তবুও সাদা-কালো শিবির ফেডারেশনকে (AIFF) জানিয়ে দিয়েছে, তারা আসন্ন সুপার কাপে অংশ নিতে আগ্রহী।

Duleep Trophy Final : ফাইনালের মঞ্চে শতরান কোহলির সতীর্থের, সুযোগ পাবেন ভারতীয় দলে?

   

ফেডারেশনের তরফে আইএসএল এবং অন্যান্য শীর্ষস্থানীয় ক্লাবগুলিকে চিঠি পাঠানো হয়েছিল সুপার কাপ অংশগ্রহণ সংক্রান্ত বিষয়ে। সেই চিঠির উত্তরেই মহামেডান স্পষ্ট জানিয়ে দেয়, তারা খেলতে ইচ্ছুক। ক্লাবের কার্যনির্বাহী সভাপতি কামারউদ্দিন বলেন, “আমরা সুপার কাপে খেলতে চাই। ফেডারেশনকে ইতিমধ্যেই জানানো হয়েছে। আর্থিক সমস্যা সমাধানের চেষ্টা চলছে। আমরা তো ডুরান্ড কাপেও অংশ নিয়েছি। সুপার কাপেও দল নামাবো।”

তবে সমস্যা কম নয়। ক্লাবের উপর ফেডারেশনের ট্রান্সফার ব্যান রয়েছে। গত সিজনে খেলোয়াড় এবং কোচদের বেতন বকেয়া থাকায় এবং একাধিক জরিমানা না মেটানোয়, ফেডারেশন এই শাস্তিমূলক পদক্ষেপ নেয়। তবে সম্প্রতি ক্লাব কর্তারা উদ্যোগী হয়ে কিছু জরিমানা ফেডারেশনকে মিটিয়েছেন বলে জানা গিয়েছে।

World Boxing Championships : মীনাক্ষীর হাত ধরে চতুর্থ পদক ভারতের ঝুলিতে

সবচেয়ে আশার কথা, ক্লাবের দীর্ঘদিনের ইনভেস্টর সমস্যারও সম্ভবত এবার সমাধান হতে চলেছে। সূত্র মারফত খবর, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে এক কলকাতাভিত্তিক সংস্থার সঙ্গে মহামেডানের চুক্তি চূড়ান্ত হওয়ার পথে। জানা যাচ্ছে, এই সংস্থাই ক্লাবের সব বকেয়া বেতন মেটানোর দায়িত্ব নিতে চলেছে।

তবে অর্থনৈতিক অনিশ্চয়তা পারফরম্যান্সে স্পষ্ট প্রভাব ফেলেছে। কলকাতা লিগে একেবারে অবনমন পর্বে নেমে গিয়েছে ঐতিহ্যবাহী ক্লাবটি। ইনভেস্টর জটের কারণে নতুন খেলোয়াড় টানা তো দূরের কথা, পুরনোদের বেতন দিতেই হিমশিম খেতে হয়েছে।

এই পরিস্থিতিতে সুপার কাপ খেলার সিদ্ধান্ত সাদা-কালো ব্রিগেডের সাহসী পদক্ষেপ বলেই মনে করছেন অনেক ফুটবল অনুরাগী। ক্লাবের অভ্যন্তরেই অনেকে মনে করছেন, নতুন ইনভেস্টর আসার সম্ভাবনা তৈরি হওয়ায় এমন সিদ্ধান্ত নিতে পেরেছে ক্লাব।

Advertisements

Washington Sundar : এশিয়া কাপে সুযোগ না পেয়ে ইংল্যান্ডে পাড়ি দিচ্ছেন তারকা ক্রিকেটার

এদিকে শুধু ফুটবল নয়, ক্রিকেট দল গঠনেও তৎপর মহামেডান। বুধবার সিএবিতে ক্রিকেটারদের রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর, সন্ধ্যায় তাঁবুতে দলের সঙ্গে চুক্তি করে নেওয়া হয় সব ক্রিকেটারের। ক্লাবের ক্রিকেট সচিব কনিষ্ক শীল বলেন, “গতবার মরসুমের মাঝে কিছু সমস্যা হয়েছিল। তাই এবার শুরুতেই সবার সঙ্গে চুক্তি করে নিচ্ছি।”

দলে এবার রয়েছেন সুদীপ চট্টোপাধ্যায়, গীতিময় বসুর মতো অভিজ্ঞ ক্রিকেটার। সেই সঙ্গে নেওয়া হয়েছে ঋত্বিক চট্টোপাধ্যায় ও শ্রেয়ান চক্রবর্তীর মতো সম্ভাবনাময় মুখদের। কালীপুজোর আগেই অনুশীলনে নামবে ক্রিকেট দল।

AIFF to Super Cup : সুপার কাপ জিতলেই…! বড় সিদ্ধান্ত শোনাল ফেডারেশন

সব মিলিয়ে, একাধিক চ্যালেঞ্জের মধ্যেও নতুন উদ্যমে ঘুরে দাঁড়াতে চাইছে মহামেডান। সুপার কাপ খেলার সিদ্ধান্ত এবং ইনভেস্টর জট কাটার ইঙ্গিতে খানিকটা স্বস্তিতে ঐতিহ্যবাহী ক্লাবের অনুরাগীরা। এখন দেখার, মাঠে এর কতটা প্রতিফলন ঘটে।

Mohammedan SC agree to play Super Cup after investor issues being resolved