ইস্টবেঙ্গলের এই তারকা ফুটবলারকে ভাঙিয়ে নিল প্রতিপক্ষ

এবছর দারুণ দল গড়ছে মহামেডান (Mohammedan)। একের পর এক দেশি বিদেশি তারকা ফুটবলার’কে তুলে নিয়ে চমকের পর চমক দিচ্ছে সাদা কালো ব্রিগেড। গতবারের কলকাতা লিগ…

Mohammedan ,East Bengal, sta,r winger ,Bikash Zairu,

short-samachar

এবছর দারুণ দল গড়ছে মহামেডান (Mohammedan)। একের পর এক দেশি বিদেশি তারকা ফুটবলার’কে তুলে নিয়ে চমকের পর চমক দিচ্ছে সাদা কালো ব্রিগেড। গতবারের কলকাতা লিগ চ‍্যাম্পিয়ান’রা এবার খুবই শক্তিশালী দল গড়ছে।

   

সূত্রের খবর অনুযায়ী তারকা উইঙ্গার বিকাশ জাইরুকে দলে নিতে চলেছে মহামেডান। শেষ মরশুমে ইস্টবেঙ্গলের হয়ে ১১ টা ম‍্যাচ খেলেছিলো জাইরু। মাঠের বাম প্রান্ত সচল রাখতে ভালোই পারেন তিনি।

জানা গেছে ইতিমধ্যে জাইরু’কে প্রস্তাব দিয়েছে মহামেডান ।যাতে রাজি’ও হয়েছেন তিনি। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী কয়েক দিনের মধ্যে আনুষ্ঠানিক ভাবে জাইরু’র নাম ঘোষণা করা হবে।

এদিকে দলবদলের বাজারে পিছিয়ে নেই ইস্টবেঙ্গল শোনা যাচ্ছে এফসি গোয়ার ডিফেন্ডার আইবানবা ডোলিং’কে দলে পেতে আগ্রহী লাল হলুদ ব্রিগেড। শিলং লাজংয়ের এই ইউথ প্রোডাক্ট মেঘালয়ের বাসিন্দা। পরবর্তী সময়ে তিনি চলে যান টাটা ফুটবল অ্যাকাডেমিতে। সেখানে নজরকাড়া ফুটবল খেলার পর বিভিন্ন আইলিগের ক্লাব তাকে দলে নেওয়ার আগ্রহ প্রকাশ করেন।

পরবর্তী সময়ে ২০১৯ সালে মেঘালয়ের এই ডিফেন্ডার এফসি গোয়ার সাথে চুক্তিবদ্ধ হন। গোয়ার হয়ে ডুরান্ড কাপ জেতা এই ফুটবলার’কে পেতে বর্তমানে এফসি গোয়ার সাথে প্রাথমিক স্তরের কথা বার্তা চালাচ্ছে ইস্টবেঙ্গল। শোনা যাচ্ছে ডিলং নিজেও আগ্রহী ইস্টবেঙ্গলে খেলার বিষয়ে। এখন দেখা যাকে শেষ অবধি কি হয়।