ফিলবার্টের জোড়া গোলে ফুটসলের সেমিফাইনালে মহামেডান

সর্বভারতীয় ফুটবল ফেডারেশন পরিচালিত প্রথম ফুটসল ক্লাব টুর্নামেন্ট

Mohammedan in the semifinals of football

Sports Desk: সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF) পরিচালিত প্রথম ফুটসল ক্লাব টুর্নামেন্টে মঙ্গলবার কলকাতার মহামেডান স্পোর্টিং ক্লাবকে তাদের সেমিফাইনালে জায়গা পেতে হলে আজকের ম্যাচ ড্র করতে হতো৷

অন্যদিকে মিজোরামের ক্লাব দল চানমারির জোথান ফুটসলকে জিততে হবে এবং ফুটসলের অন্য ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে, এমনই হিসেব নিকেশ ফুটসল টুর্নামেন্ট ঘিরে তৈরি হয়েছিল। কিন্তু মহামেডান এসসি জিতলো চানমারির বিরুদ্ধে বড় ব্যবধানে।

   

তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে মহামেডান স্পোর্টিং ক্লাব ফেডারেশন পরিচালিত প্রথম ফুটসল ক্লাব টুর্নামেন্টের সেমিফাইনালে চলে গেল, অপরাজিত থেকে গ্রুপ ‘এ’তে। খেলার ফলাফল মহামেডান এসসি ৫-১ চানমারি জোথান ফুটসল।

এদিন দুই দলের মধ্যে শুরু থেকেই ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া গিয়েছে। ১১ মিনিটে ফিলবার্ট পেরেইরার ভলি মহামেডান স্পোর্টিংকে লিড এনে দেয়, চানমারি’র বিরুদ্ধে।

ম্যাচের ২২ মিনিটে ফের ফিলবার্টের গোল, ব্ল্যাক প্যাহ্নার্সদের হয়ে। ডান দিক থেকে এগিয়ে ফিলবার্ট জোরাল এবং নীচু শট চানমারির জালে জড়াতেই মহামেডান ২-০ গোলে এগিয়ে যায়। ২৮ মিনিটে হিলটন ফার্নান্ডেজের গোলে মহামেডান ৩-০ গোলের লিড নেয়।

৩১ মিনিটে স্নেডেন ভিটোর গোলে ৪-০ ব্যবধানে এগিয়ে যায় মহামেডান স্পোর্টিং ক্লাব। নিউ দিল্লীর ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে চানমারি জোথান ফুটসলকে উড়িয়ে দিয়ে ব্ল্যাক প্যাহ্নার্সরা ফুটসল ক্লাব চ্যাম্পিয়নশিপের শেষ চারে পৌছে গেল।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন