চলতি ডুরান্ড কাপের ১৩১ তম সংস্করণে একটি খেলাতেও না হেরে শেষ চারে কলকাতার মহামেডান স্পোটিং ক্লাব (Mohammedan SC)। সেমিফাইনালে এসে ডুরান্ডে আসর থেকে খালি হাতে ফিরে আসতে নারাজ হেডকোচ আন্দ্রে চেরনশিভ। আর তাই রবিবার বৃষ্টি মাথায় নিয়েই পুরোদস্তুর অনুশীলন সারলেন রাশিয়ান কোচ।
দীর্ঘ ৪০ বছর পর কলকাতা লীগ চ্যাম্পিয়ন হয়েছে মহামেডান চেরনশিভের কোচিংএ। এবার ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি।চ্যাম্পিয়ন হওয়ার জন্য দুটো ম্যাচ জিততে হবে।১৪ সেপ্টেম্বর মহামেডান স্পোটিং ক্লাব ডুরান্ড কাপের সেমিফাইনাল ম্যাচ খেলবে।
The leader
#JaanJaanMohammedan#IndianFootball pic.twitter.com/eYyF0VEWWP
— Mohammedan SC (@MohammedanSC) September 11, 2022
রবিবার মহামেডান হেডস্যার আন্দ্রে চেরনশিভের কড়া শাসনে অনুশীলন সেরে নিয়েছে আবিওলা দাউদা,মার্কাস জোসেফ, সেখ ফৈয়াজ, নূরউদ্দিনরা। মহামেডান স্পোটিংর তরফ থেকে রবিবার এক ভিডিও পোস্ট করা হয়।ওই ভিডিওতে দেখা যাচ্ছে সাদা কালো শিবিরের হেডস্যার চেরনশিভ ফুটবলারদের বারে বারে একটা কথাই বোঝানোর চেষ্টা করে চলেছেন, যে সুযোগ আমরা পেয়েছি তাকে হেলায় হারালে চলবে না,সমর্থকরা আমাদের দিকে তাকিয়ে আছে, সমর্থকদের প্রত্যাশা পূরণ করতেই হবে।
মোটের ওপর সাদা কালো স্কোয়াডের রবিবারের অনুশীলন পর্ব চাপমুক্ত হয়েই সম্পন্ন হয়েছে। কিন্তু তা বলে একেবারে ঢিলেমি দিতে নারাজ আজাহার,গোপী, মিঠুনদের মাষ্টার মশাই আন্দ্রে চেরনশিভ। নরমে গরমে দলের খেলোয়াড়দের বুস্টার ডোজ দেওয়ার কাজ চালিয়ে চলেছেন। সেমিফাইনাল ম্যাচের মতো বড় প্ল্যাটফর্মে দাঁড়িয়ে পারফর্ম করতে না পারলে গ্রুপ লীগ থেকে নক আউট স্টেজের লড়াই সবকিছু বৃথা হয়ে যাবে। সর্বোচ্চ লেভেলে খেলা ফুটবলারেরাও এই টেম্পারমেন্টের সঙ্গে ওয়াকিবহাল এবং গোটা পরিস্থিতি তারাও বুঝতে পারছে।
পরীক্ষার আগে ছাত্র যতই পড়ুয়া হোক না কেন মাস্টার মশাই নার্ভের চাপে ভোগেন,ঠিক তেমনিই মহামেডান স্পোটিং ক্লাবের হেডকোচ আন্দ্রে চেরনশিভের মধ্যে একটা চাপা টেনশন কাজ করে চলেছে ডুরান্ড কাপে সেমিফাইনাল ম্যাচ নিয়ে। তাই কোন ফাঁকফোকর রাখতে নারাজ রাশিয়ান মাস্টার মশাই। তাই খেলোয়াড়দের কাছ থেকে সেরাটা নিঙড়ে বের করে আনার জন্যই আলাদা মেজাজে ভিডিওতে ধরা পড়েছেন আন্দ্রে চেরনশিভ,যা মোটেও একজন পেশাদার হেডকোচের মানসিকতার সঙ্গে অস্বাভাবিক এবং বেমানান নয়।