দল সেমিফাইনালে খেলবে আশাবাদী মহামেডানের গোলরক্ষক কোচ সন্দীপ

আগামী শুক্রবার ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে কেরল ব্লাস্টার্সের মুখোমুখি হবে মহামেডান স্পোর্টিং।
গ্রুপ লিগ শীর্ষ হয়ে ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে সাদা কালো ক্লাব। তাই দলের ফুরফুরে পরিবেশ রয়েছে । সেই সঙ্গে আত্মবিশ্বাসী ফুটবলাররা যদিও প্রতিপক্ষকে গুরুত্ব দিচ্ছে সাদা-কালো ক্লাব।

Advertisements

এই প্রসঙ্গে সাদা-কালো ক্লাবের গোলরক্ষক কোচ সন্দীপ নন্দী বলেন, ‘যদিও কেরল রিজার্ভ টিম নিয়ে এসেছে। কিন্তু সবাই ভারতীয় ফুটবলার। তাই ওরা রক্ষণ শক্ত করার দিকে নজর দেবে। ওরা শক্ত চ্যালেঞ্জ চালাবে আমাদের বিরুদ্ধে। তাই আমাদের সতর্ক থাকতে হবে। আমাদের কোচ বলে দিয়েছেন, ওরা আইএসএল দল। যে দলই নিয়ে আসুক না কেন, আমাদের সতর্ক থাকতে হবে। তাই আমরা কেরলকে গুরুত্ব দিচ্ছি।’ পাশাপাশি তিনি বলেন, ‘ দলের ছন্দ ভালো রয়েছে। সেই সঙ্গে মেন্টাল খুব ভালো। আমরা আশাবাদী ওদের হারিয়ে সেমিফাইনালে যেতে পারব।’ পাশাপাশি সন্দীপ বলেন, ‘আমাদের দলে চমৎকার ভারসাম্য রয়েছে। নতুন স্ট্রাইকার দাউদা আসার পর শক্তি আরও বেড়ে গিয়েছে। তাই দল ভালো খেলবে আশাবাদী আমরা।’

   
এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements