CFL 2024: সার্দান সমিতির হয়ে নজর কাড়ছেন সইফ

জমজমাটি হয়ে উঠেছে চলতি কলকাতা ফুটবল লিগ (CFL 2024)। নজর কাড়ছেন একাধিক ফুটবলার। ভূমিপুত্রদের পাশাপাশি বহু ভিন রাজ্যের ফুটবলার খেলছেন টুর্নামেন্ট। আই লিগ, ইন্ডিয়ান সুপার…

Mohammed sarif khan catching eyes during CFL 2024

জমজমাটি হয়ে উঠেছে চলতি কলকাতা ফুটবল লিগ (CFL 2024)। নজর কাড়ছেন একাধিক ফুটবলার। ভূমিপুত্রদের পাশাপাশি বহু ভিন রাজ্যের ফুটবলার খেলছেন টুর্নামেন্ট। আই লিগ, ইন্ডিয়ান সুপার লিগের অভিজ্ঞতা সম্পন্ন ফুটবলাররা রয়েছেন এবারের কলকাতা ফুটবল লিগে। সার্দান সমিতি এবার ভাল দল গঠন করেছে।

   

CFL 2024: এক দিনে গোল করলেন ৭ বাঙালি

সার্দান সমিতির হয়ে এবার ধারাবাহিকভাবে পারফরম্যান্স করছেন মহম্মদ শরিফ খান (Mohammed sarif khan)। মণিপুরে ইম্ফলের এই ফুটবলার মূলত রক্ষণভাগের হলেও আক্রমণের ক্ষেত্রে দলকে যথেষ্ট সাহায্য করছেন। চলতি মরসুমে সার্দান সমিতির হয়ে ৫ ম্যাচ খেলে করেছেন ৩ টে অ্যাসিস্ট করেছেন, গোল করেছেন একটি। আর্মি রেডের বিরুদ্ধে সার্দান সমিতির সম্প্রতিতম ম্যাচে তাঁর পারফরম্যান্স ছিল প্রসংশনীয়।

কে এই মহম্মদ শরিফ খান?

তেইশ বছর বয়সী ফুটবলার মহম্মদ শরিফ খান খেলেন মূলত রাইট ব্যাক পজিশনে। তবে শুধু ডিফেন্সে নয়, ওভারল্যাপ উঠে আক্রমণ শানানোর ক্ষেত্রে ভূমিকা নিচ্ছেন। অতীতে ইন্ডিয়ান সুপার লিগের অন্যতম দল চেন্নাইয়িন এফসির সঙ্গে যুক্ত ছিলেন। চেন্নাইয়িন এফসির রিজার্ভ দলের সঙ্গে যুক্ত ছিলেন। ক্লাবের সিনিয়র ফার্স্ট টিমের সঙ্গে অনুশীলন করার সুযোগ পেয়েছিলেন।

ICC: এ বছর ফের ক্রিকেট বিশ্বকাপ আয়োজন করবে ভারত?

সার্দান সমিতির আগে কলকাতা ফুটবল লিগে খেলেছিলেন খিদিরপুরের হয়ে। শরিফের আই লিগের একাধিক দলের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে। ট্রাউ এফসি, নেরোকে এফসির মতো ক্লাবে খেলেছেন। ভারতের বয়সভিত্তিক জাতীয় দলের হয়ে খেলেছিলেন। টিম ইন্ডিয়ার অনূর্ধ্ব ১৬, অনূর্ধ্ব ১৭ ও অনূর্ধ্ব ১৯ দলের হয়ে খেলেছিলেন মহম্মদ শরিফ খান।