ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI) শীর্ষপদে আসীন হতে চলেছেন এমন একজন, যাঁর নাম হয়ত আজও বহু ক্রিকেটপ্রেমীর কাছে অপরিচিত। তিনি মিঠুন মানহাস (Mithun Manhas)। ভারতের (India Sports News) হয়ে কোনও আন্তর্জাতিক ম্যাচ না খেলা এই ঘরোয়া তারকাই আগামী রবিবার বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভায় সভাপতি (BCCI President) পদে বসতে পারেন (Cricket News)।
এতদিন পর্যন্ত মনে করা হচ্ছিল, সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) আবারও বোর্ডের শীর্ষপদে ফিরতে পারেন। কিছু মহল থেকে হরভজন সিংয়ের (Harbhajan Singh) নামও শোনা যাচ্ছিল। কিন্তু, গত শনিবার রাতে দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বাসভবনে যে ঘরোয়া বৈঠক হয়, সেখানে বাজিমাত করেন মিঠুন মানহাস। সেই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়, রজার বিনির জায়গায় পরবর্তী বোর্ড সভাপতি হবেন এই দিল্লির প্রাক্তন ক্রিকেটার।
কে এই মিঠুন মানহাস?
৪৫ বছর বয়সি মিঠুন মানহাস ঘরোয়া ক্রিকেটে এক পরিচিত নাম। দিল্লির হয়ে ১৫৭ প্রথম শ্রেণির ম্যাচে ৯৭১৪ রান করেছেন তিনি। তাঁর ব্যাটিং গড় ৪৫.৮২। রয়েছে ২৭টি শতরান ও ৪৯টি অর্ধশতরান। লিস্ট এ ক্রিকেটেও ১৩০টি ম্যাচ খেলে করেছেন ৪১২৬ রান, গড় ৪৫.৮৪। পাঁচটি শতরান এবং ২৬টি হাফ-সেঞ্চুরি রয়েছে তাঁর ঝুলিতে।
দিল্লির হয়ে দীর্ঘদিন খেলেছেন, অধিনায়কত্ব করেছেন। এমনকি জম্মু-কাশ্মীর ক্রিকেট সংস্থার ডিরেক্টর অফ ক্রিকেট হিসেবেও কাজ করছেন তিনি। বর্তমানে সেই সংস্থার প্রতিনিধি হিসেবে বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভায় যোগ দিচ্ছেন মানহাস। আইপিএল খেলেছেন দিল্লি ডেয়ারডেভিলস, পুণে ওয়ারিয়র্স, চেন্নাই সুপার কিংসের হয়ে। কোচিং করিয়েছেন গুজরাট টাইটান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মতো দলেও।
সৌরভ গঙ্গোপাধ্যায় এবং হরভজন সিং ভারতীয় ক্রিকেটের দুই কিংবদন্তি। এঁদের নাম শোনা যাচ্ছিল সভাপতি পদের দৌড়ে। কিন্তু শেষ মুহূর্তে রাজনৈতিক সমীকরণ এবং অভ্যন্তরীণ বোর্ড রাজনীতির জেরে তাঁরা ছিটকে যান। সূত্রের খবর, বিজেপি-ঘনিষ্ঠ মহলের সমর্থন রয়েছে মানহাসের প্রতি। ফলে কোনও রাজ্য সংস্থাই তাঁর বিরোধিতা করতে পারেনি।
বিসিসিআইয়ের শক্তিশালী মহল থেকে জোর সমর্থন পাওয়ায়, বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই মিঠুন মানহাসকে বোর্ড সভাপতি হিসেবে নির্বাচিত করা হবে। মুম্বইয়ে রবিবার অনুষ্ঠিত হতে চলা বার্ষিক সাধারণ সভাতেই সেই ঘোষণা হবে।
বোর্ডের বাকি পদে কারা থাকছেন?
সহ-সভাপতি হিসেবে থেকে যাচ্ছেন রাজীব শুক্লা। সচিব পদে থেকে যেতে পারেন দেবজিৎ সাইকিয়া। যুগ্মসচিব হচ্ছেন প্রবতেজ ভাটিয়া।কোষাধ্যক্ষ হিসেবে আসছেন রঘুরাম ভাট। আইপিএল চেয়ারম্যান পদে বহাল থাকবেন অরুণ ধূমল।
ইতিহাসে প্রথম আনক্যাপড বোর্ড প্রেসিডেন্ট
ভারতের ইতিহাসে এই প্রথম কোনও “আনক্যাপড” ক্রিকেটার (যিনি দেশের হয়ে কোনও আন্তর্জাতিক ম্যাচ খেলেননি) বোর্ড সভাপতির আসনে বসতে চলেছেন। এটা নিঃসন্দেহে ঐতিহাসিক এবং ব্যতিক্রমী ঘটনা। মিঠুন মানহাসের ক্রিকেটীয় অভিজ্ঞতা ঘরোয়া পরিসরে অগাধ হলেও জাতীয় দলের জার্সি গায়ে ওঠেনি কখনও। তবু তাঁর সংগঠনিক দক্ষতা, কোচিং অভিজ্ঞতা এবং বিসিসিআই রাজনীতিতে নিজস্ব অবস্থান। সব মিলিয়েই আজ তিনি ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ প্রশাসনিক চেয়ারে বসার দোরগোড়ায়।
একদিকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো বিশ্ববিখ্যাত নাম, অন্যদিকে মিঠুন মানহাসের মতো পর্দার আড়ালের চরিত্র। এই দুইয়ের মধ্যে থেকে পরবর্তী বিসিসিআই প্রেসিডেন্ট হিসেবে মানহাসকে বেছে নেওয়া নিঃসন্দেহে এক রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। ক্রিকেট বিশেষজ্ঞ থেকে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, কেন্দ্র শাসিত প্রদেশ জম্মু-কাশ্মীরকে বাড়তি গুরুত্ব দিতেই এই সিদ্ধান্তের পথে আড়ালে সাহায্য করছেন কেন্দ্রীয় সরকার।
#breaking Former batsman, Jammu & Kashmir representative Mithun Manhas leaves the BCCI HQ after filing his nomination for the post of BCCI president #BCCIelections2025 pic.twitter.com/xuMerfmfvj
— Gaurav Gupta (@toi_gauravG) September 21, 2025
Mithun Manhas to become first uncapped BCCI President

আমাদের Google News এ ফলো করুন
২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।
