Mohun Bagan: সাদিকুর সহজ সুযোগ নষ্ট, রাতেই শহরে ফিরছে বাগান ব্রিগেড

Armando Sadiku's Squandered Chance Leaves Mohun Bagan

শনিবার কলিঙ্গ স্টেডিয়ামে ওডিশা এফসির বিপক্ষে আইএসএলের ম্যাচ খেলতে নেমেছিল মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস। গোটা ম্যাচ জুড়ে দাপিয়ে খেললেও শেষ পর্যন্ত তিন পয়েন্ট ঘরে তোলা সম্ভব হয়নি সবুজ-মেরুনের। মিস পাসের পাশাপাশি দলের অন্যতম ভরসাযোগ্য ফুটবলার তথা আলবেনিয়ান তারকা আর্মান্দো সাদিকুর একাধিক সহজ সুযোগ নষ্টের দরুন বদলে যায় গোটা পরিস্থিতি।

এই ম্যাচ জিততে পারলে সকলকে পিছনে ফেলে আইএসএল পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে উঠে আসতো অ্যান্তোনিও লোপেজ হাবাসের ফুটবল দল। কিন্তু এমন গুরুত্বপূর্ণ ম্যাচে পয়েন্ট নষ্ট করায় টেবিলের তিন নম্বরে নেমে আসতে হয়েছে গতবারের আইএসএল জয়ীদের। সেইসব ভুলে এবার রাতেই তিলোত্তমায় পা রাখছে শুভাশিস ব্রিগেড।

   

বর্তমানে ১৫ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে রয়েছে সবুজ-মেরুন ব্রিগেড। হাতে এখনো বাকি রয়েছে বেশ কয়েকটি ম্যাচ। সেগুলির মধ্যে কয়েকটি ম্যাচ জিতলেই এবারের লিগশিল্ড জয়ের ক্ষেত্রে অনেকটাই এগিয়ে যাবে ময়দানের এই প্রধান ক্লাব। তাই এখন থেকেই বিশেষ অনুশীলন শুরু করে দিতে চান মোহনবাগানের এই নতুন হেডস্যার।

আগামী ১লা মার্চ যুবভারতীর ক্রীড়াঙ্গনে খালিদ জামিলের জামশেদপুর এফসির মুখোমুখি হবে মেরিনার্সরা। তারপরেই সেই বহু প্রতীক্ষিত কলকাতা ডার্বি। যেটি আয়োজিত হবে ১০ তারিখ। এখন এই দুই ম্যাচের দিকেই পাখির চোখ রয়েছে সকলের। তার আগে আগামী কয়েকদিন ফুটবলারদের অনুশীলন করিয়ে দেখে নিতে চাইবেন কোচ।

গত মরশুমে আইএসএল চ্যাম্পিয়ন হলেও অল্পের জন্য হাতছাড়া হয়েছিল টুর্নামেন্টের লিগশিল্ড। ট্রফি জেতার পাশাপাশি এবারের এই শিল্ড ও জয় করতে চান দিমিত্রিরা। সেজন্য, আগামী কয়েক ম্যাচে জয় জরুরি এই প্রধানের।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন