Manchester United: বড় ধাক্কা, এবার ওল্ড ট্রাফোর্ডে ফুল ফোটাল ফুলহ্যাম

সমতায় ফিরেও শেষ রক্ষা হলনা ম্যানচেষ্টার ইউনাইটেডের (Manchester United) । সম্পূর্ণ সময়ের শেষে ঘরের মাঠেই তাদের পরাজিত হতে হল পয়েন্ট টেবিলের বারো নম্বরে থাকা ফুলহ্যাম…

Manchester United

সমতায় ফিরেও শেষ রক্ষা হলনা ম্যানচেষ্টার ইউনাইটেডের (Manchester United) । সম্পূর্ণ সময়ের শেষে ঘরের মাঠেই তাদের পরাজিত হতে হল পয়েন্ট টেবিলের বারো নম্বরে থাকা ফুলহ্যাম এফসির কাছে (Manchester United vs Fulham)। দলের এই পরাজয় এখনো যেন কিছুতেই মেনে নিতে পারছেন না ম্যানইউর সমর্থকরা।

উল্লেখ্য, এই প্রিমিয়ার লিগে নিজেদের ঘরের মাঠে কয়েক ম্যাচ ধরেই অপরাজিত ছিল এরিক টেন হ্যাগের ছেলেরা। শেষ ম্যাচে ওয়েস্ট হ্যামকে ও পরাজিত করেছিল রাশফোর্ডরা। কিন্তু শেষ রক্ষা হলনা এবার। নিজেদের মাঠেই কিনা তাদের পরাজিত হতে হল ফুলহ্যামের কাছে। নাইজেরিয়ায় মিডফিল্ডার অ্যালেক্সের করা গোলে এবার জয় ছিনিয়ে নিল ফুলহ্যাম। 

ম্যাচের প্রথম থেকেই যথেষ্ট হাড্ডাহাড্ডি লড়াই থেকেছে দুই দলের ফুটবলারদের মধ্যে। আক্রমণ প্রতিআক্রমণে একেবারে জমজমাট হয়ে উঠেছিল লিগের এই ম্যাচ। কিন্তু প্রথমার্ধে গোলের মুখ খোলা সম্ভব হয়নি কারুর পক্ষে। কিন্তু দ্বিতীয়ার্ধের ঠিক ৬৫ মিনিটের মাথায় কর্নার থেকে গোল করতে ভোলেননি প্রতিপক্ষের দাপুটে ফুটবলার ক্যালভিন।

তারপর থেকেই চাপে পড়ে যায় ম্যানচেষ্টার। তবে ঘরের মাঠে ম্যাচ থাকায় সমর্থকদের উন্মাদনা বাড়তি আত্মবিশ্বাস জোগায় দলের ফুটবলারদের। তার ফলাফল ও মেলে ম্যাচের মধ্যে। ঠিক ৮৯ মিনিটের মাথায় গোল করে দলকে সমতায় ফেরান বহু চর্চিত ডিফেন্ডার হ্যারি ম্যাগুয়ের। 

তারপর থেকেই ম্যাচ জেতার জন্য মরিয়া হয়ে উঠেছিল ম্যানচেষ্টার ইউনাইটেড। কিন্তু অতিরিক্ত সময়ে ফুলহ্যামের তারকা ফুটবলার আয়ুবির করা গোল বদলে দেয় সমস্ত কিছু। যারফলে, বহু বছর পর ম্যানইউকে তাদের ঘরের মাঠে হারায় ফুলহ্যাম।