এবার টার্গেট আই লিগ। অনুশীলন শুরু করে গিয়েছে মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। চনমনে দলের ফুটবলাররা। ‘আমাদের করে দেখাতেই হবে’, বলেছেন মিলন সিং।
৩ মার্চ আই লিগে মহামেডানের ম্যাচ, আইজলের বিরুদ্ধে। কলকাতা লিগে দুরন্ত খেলেছে ব্ল্যাক প্যান্থার্স। আগামী দিনে ইন্ডিয়ান সুপার লিগে খেলার ইচ্ছাও রয়েছে ক্লাবের। তবে তার আগে পেরোতে হবে আই লিগ হার্ডল।
এক সাক্ষাৎকারে দলের অন্যতম ফুটবলার মিলন সিং বলছেন, ‘মহামেডানের একজন ফুটবলার হিসেবে আমি গর্বিত। দলে থাকতে পারে খুশি।’

‘আমি নিশ্চিত এবারের মরশুমে আমরা নিশ্চই কিছু করে দেখাতে পারবো। ক্লাবের অন্দরে ইতিবাচক মনোভাব সর্বত্র। গত ছয় সাত মাস আমরা একসঙ্গে রয়েছি। দুর্বলতা, সক্ষমতা উভয় ব্যাপারে ওয়াকিবহাল। গোটা স্কোয়াড কোচের সঙ্গে রয়েছে।’ বলেছেন ইন্ডিয়ান অ্যারোজ থেকে উঠে আসা মিলন সিং।
‘তরুণ বয়সে বেশিরভাগ সময় ইন্ডিয়ান অ্যারোজে কাটিয়েছি। সর্বভারতীয় ফুটবল সংস্থার কাছে আমি কৃতজ্ঞ। ওনারা না থাকলে আজ এই জায়গায় আমি পৌঁছতে পারতাম না।’