নরওয়ের প্রথম ডিভিশনের ক্লাবের দায়িত্বে স্ট্যাহরে

গত সিজনের শুরুতে মিকেল স্ট্যাহরের (Mikael Stahre) হাতে দলের দায়িত্ব তুলে দিয়েছিল কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। সেই সময় তাঁর পছন্দ অনুযায়ী খেলোয়াড়দের চূড়ান্ত করেছিল ম্যানেজমেন্ট।…

Mikael Stahre Expresses Pride in Kerala Blasters' Performance Despite Loss

গত সিজনের শুরুতে মিকেল স্ট্যাহরের (Mikael Stahre) হাতে দলের দায়িত্ব তুলে দিয়েছিল কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। সেই সময় তাঁর পছন্দ অনুযায়ী খেলোয়াড়দের চূড়ান্ত করেছিল ম্যানেজমেন্ট। কিন্তু খুব একটা সুবিধা করা সম্ভব হয়নি তাঁর পক্ষে। দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএলের দ্বিতীয় ম্যাচে জয় আসলেও পরবর্তীতে একের পর এক ম্যাচে ধাক্কা খেয়েছিল দক্ষিণের এই ফুটবল ক্লাব। যারফলে সুপার সিক্সের দৌড় থেকে অনেকটাই পিছিয়ে পড়েছিল কেরালা। যা সেই সময় ভালোভাবে নেয়নি সমর্থকরা। যারফলে সিজনের মাঝামাঝি সময় চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিল আইএসএলের এই দল।

এই সুইডিশ কোচ সহ তাঁর সকল সাপোর্টিং স্টাফেদের সঙ্গে চুক্তি ছিন্ন করেছিল প্রথম ডিভিশন লিগের এই ফুটবল দল। পরবর্তীতে টমাস টচর্জ এবং থেক্কাথারা পুরুষোথামণের হাত ধরেই ধীরে ধীরে জয়ের সরণিতে ফিরতে শুরু করেছিল কেরালা ব্লাস্টার্স। পরবর্তীতে সুপার কাপে ভালো পারফরম্যান্স করার লক্ষ্য থাকলেও ছিটকে যেতে হয়েছিল কোয়ার্টার ফাইনালে। সেই হতাশা কাটিয়ে এবারের এই নতুন সিজনে ঘুরে দাঁড়ানোই প্রধান চ্যালেঞ্জ নোয়া সাদাউদের কাছে। তার মধ্যেই এবার প্রথম ডিভিশন লিগের আয়োজন ঘিরে দেখা দিয়েছে ব্যাপক অনিশ্চয়তা। তবে এসবের মাঝেই স্ট্যাহরেকে নিয়ে উঠে আসলো নয়া তথ্য।

   

উল্লেখ্য, গত সিজনে কেরালা ব্লাস্টার্সের দায়িত্ব ছাড়ার পর থেকেই তাঁর সঙ্গে কথাবার্তা শুরু করে দিয়েছিল একাধিক ফুটবল ক্লাব। অবশেষে স্বল্পমেয়াদি চুক্তিতে তাঁকে দলের দায়িত্ব তুলে দিল নরওয়ের প্রথম ডিভিশনের দল স্ট্যাবেক ফুটবল ক্লাব। গত শুক্রবার এই সুইডিশ কোচকে দলে টানার কথা জানানো হয়েছে এই ক্লাবের তরফে। আপাতত চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত চুক্তির মেয়াদ থাকলেও পরবর্তীতে দলের পারফরম্যান্সের ভিত্তিতে সেটি বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারে ম্যানেজমেন্ট।

Advertisements

গত মরসুমে ভারতীয় ক্লাব ফুটবলে চূড়ান্ত ব্যর্থতার পর এবার এই নতুন দলের হয়ে নিজের সেরাটা উজাড় করে দেওয়ার লক্ষ্য থাকবে মিকেল স্ট্যাহরের। বর্তমানে সেই দেশের ফুটবল লিগের একেবারে তলানিতে রয়েছে এই স্ট্যাবেক দল। সেখান থেকে দলকে নতুন দিশা দেখতে পারেন কিনা এখন সেটাই দেখার বিষয়। শোনা যাচ্ছে, এক্ষেত্রে ও হয়তো তাঁর পুরনো সাপোর্টিং স্টাফেদের দেখা যেতে পারে দলের দায়িত্বে।