পরপর জিতেছেন ট্রফি, কেরালা ব্লাস্টার্সের নতুন কোচের প্রোফাইল চমকে দেবে

কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters) নতুন হেড কোচকে সই করিয়েছে। ব্লাস্টার্সের কোচের দায়িত্ব পালন করবেন সুইডিশ কোচ মিকেল স্টারে (Mikael Stahre)। ৪৬ বছর বয়সী মিকেল স্টারে…

কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters) নতুন হেড কোচকে সই করিয়েছে। ব্লাস্টার্সের কোচের দায়িত্ব পালন করবেন সুইডিশ কোচ মিকেল স্টারে (Mikael Stahre)। ৪৬ বছর বয়সী মিকেল স্টারে ইভান ভুকোমানোভিচের জায়গায় দায়িত্ব নিয়েছেন।

তিন মরসুম ব্লাস্টার্সকে নেতৃত্ব দেওয়ার পর ভুকোমানোভিচের সঙ্গে ক্লাবের সম্পর্ক ছিন্ন হয়েছে। এরপর মাইকেল স্টারের সঙ্গে দুই বছরের চুক্তি করেছে ক্লাব। সুইডেন, গ্রিস, চীন, নরওয়ে, যুক্তরাষ্ট্র ও থাইল্যান্ড লিগে কোচিং করানোর অভিজ্ঞতা নিয়ে ব্লাস্টার্সে যোগ দিয়েছেন স্টারে।

   

The End! দল ছেড়ে জল্পনা বাড়ালেন মোহনবাগানের প্রাক্তন ফুটবলার

ভাসবি ইউনাইটেডের থেকে কোচিং কেরিয়ার শুরু করার পর স্টারে ২০০৮ সালে এআইকে-তে দায়িত্ব গ্রহণ করেছিলেন। ২০০৯ সালে সুইডিশ লিগ শিরোপা এবং সুইডিশ কাপ ডাবলের পর ২০১০ সালে গ্রীক প্রথম ডিভিশনের দল পানিওনোসে যোগ দিয়েছিলেন। গ্রীসে কিছু সময় দায়িত্ব পালন করার পর আইএফকে গোটেবার্গকে কোচ করার জন্য সুইডেনে ফিরে আসেন। ২০১৪ সালে এই ক্লাবকে সুইডিশ কাপে সাফল্য এনে দিয়েছিলেন।

CFL: ইস্টবেঙ্গল-প্রাক্তনী শুভঙ্কর খেলবেন মেসার্সের হয়ে

 

এরপরে স্টারে ডালিয়ান ইফেংকে কোচিং করিয়েছিলেন। ২০১৬ সালে আবার সুইডেনে ফিরে। হ্যাকেনের এক মরসুমে দলটিকে দশম স্থান থেকে তুলে আনেন প্রথম সারিতে। এরপরে মার্কিন যুক্তরাষ্ট্র, নরওয়ে, সুইডেন এবং থাইল্যান্ডে কোচিং করিয়েছেন স্টারে। স্টারে যুব কোচিংয়েও যথেষ্ট অভিজ্ঞতা অর্জন করেছেন। ২০০৪ সালে এআইকে অনূর্ধ্ব ১৯ দলকে জাতীয় শিরোপা এনে দিয়েছিলেন তিনি।