ব্রিটিশ বিরোধী কাতারের জাতীয় দিবসেই থামবে ‘মহাযুদ্ধের ঘোড়া’ মেসি

সুজানা ইব্রাহিম মোহনা, দোহা: আলেয়া-আবছায়া এক মানুষ হয়ে যাবেন (Messi)  মেসি। আজ মহাযুদ্ধের ঘোড়া থামবে। এই বিশ্বজনীন চিরকালীন মুহূর্তটির অপেক্ষায় সবকটি মহাদেশ। (Qatar WC) একের…

সুজানা ইব্রাহিম মোহনা, দোহা: আলেয়া-আবছায়া এক মানুষ হয়ে যাবেন (Messi)  মেসি। আজ মহাযুদ্ধের ঘোড়া থামবে। এই বিশ্বজনীন চিরকালীন মুহূর্তটির অপেক্ষায় সবকটি মহাদেশ। (Qatar WC) একের পর এক দেশের লড়াই, হাসি-কান্নার সমাপনী অনুষ্ঠানটির সাক্ষী থাকবে কাতার।

Advertisements

Messi r maradona

বিজ্ঞাপন

আজ কাতারের জাতীয় দিবস। সকাল থেকে কাতারের জাতীয় দিবস পালন অনুষ্ঠান চনছে। দেশটির সেনা ও নিরাপত্তা বাহিনীর কুচকাওয়াজ চলছে। দু দশক কাতারে আছি। প্রতিবারই এই দিনটার আয়োজন চমকপ্রদ থাকে। তবে আজ কাতার কাঁপছে। আজ চলতি বিশ্বকাপ ফুটবলের শেষ দিন।

১৮৭৮ সালের ১৮ ডিসেম্বর দিনটিতে ব্রিটিশ উনিবেশে থেকেও যে কাতার রাজনৈতিক ঐক্যবদ্ধ হয়েছিল জসিম বিন মহম্মদ আল থানির নেতৃত্বে। তিনি কাতারের জাতির জনক বলে পরিচিত। দিনটি  পারস্য উপসাগর তীরের ছোট্ট দেশটি পালন করে।

উপনিবেশ থেকে নিজেদের আলাদা করে জসিম বিন মহম্মদ আল থানি কাতার উপদ্বীপের শাসক হিসেবে অধিষ্ঠিত হন। তিনি ব্রিটিশ বাহিনীকে সরিয়ে দেন।  তিনি এই কাতার উপদ্বীপের একজন প্রখম স্বায়ত্তশাসকের উপাধি অর্জন করেছেন। তাঁরই বংশজ বর্তমান কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি।

এমনই দিনে কাতার থেকে বিশ্বফুটবল যুদ্ধের ঘোড়া তার নীল-সাদা ঝিলিকে মাঠেই শেষ করবে দৌড়। মেসি অবসর নেবেন তাঁর দেশের হয়ে জাতীয় ফুটবল দল থেকে। আজই শেষ হয়ে যাচ্ছে ২০২২  ফুটবল বিশ্বকাপ আসর।  ফাইনালে মুখোমুখি গতবারের চ্যাম্পিয়ন ফ্রান্স ও পূর্বতন বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

কাতার বিশ্বকাপ আসরে এই দুই দেশের যে জয়ী হবে তার ঘরে বিশ্বকাপের ঐতিহাসিক ট্রফি যাবে তৃতীয়বারের জন্য।

আজ থেকেই শুরু হবে বিশ্বকাপের নতুন আঙ্গিকে খেলা শুরু মুহূর্ত গোনা। ফিফা দিয়েছে ক্লাব বিশ্বকাপের বার্তা। সবকটি মহাদেশের সেরা সেরা ক্নাব নিয়ে এই বিশ্বকাপ নিয়ে ইতিমধ্যে আগ্রহ চরমে। প্রথম ক্লাব বিশ্বকাপ হবে মরক্কোতে।

এত সব পরিসংখ্যানের মাঝে তীব্র ঘাত-প্রতিঘাতময় ফাইনাল ম্যাচের অপেক্ষায় দুনিয়া। পুরো কাতার কাঁপছে। জাতীয় দিবসের অভিনন্দন জানিয়েছে কাতার সরকার