Messi Vs Ronaldo : রোনাল্ডো ক্লাবে এলে খেলবেন না,স্পষ্ট হুমকি মেসির!

সদ‍্য শোনা যাচ্ছিলো প‍্যারিস সাঁজা দলে নিতে আগ্রহ প্রকাশ করেছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো’কে (Ronaldo)। কিন্তু এই খবর শোনার পর থেকে নাকি জম চটেছেন লিওনেল মেসি। শোনা…

messi vs ronaldo

সদ‍্য শোনা যাচ্ছিলো প‍্যারিস সাঁজা দলে নিতে আগ্রহ প্রকাশ করেছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো’কে (Ronaldo)। কিন্তু এই খবর শোনার পর থেকে নাকি জম চটেছেন লিওনেল মেসি। শোনা যাচ্ছে মেসি জানিয়েছেন যদি রোনাল্ডো যোগ দেয় প‍্যারিসে, তাহলে পিএসজি ছাড়বেন মেসি।এই কথা সাফ জানিয়েছেন ক্লাব কর্তাদের।

এদিকে পর্তুগিজ সুপারস্টার’কে দলে নেওয়ার ইচ্ছা মনে রয়েছে পিএসজি কর্তাদের, আবার তারা এটাও চান না যে ক্লাব ছাড়ুক লিওনেল মেসি।সব মিলিয়ে একটা জটের মধ্যে তালগোল পাকিয়ে গেছে তারা।

এদিকে মানসিক ভাবে ম‍্যানচেস্টার ইউনাইটেড ছাড়বেন বলেই ঠিক করেছেন রোনাল্ডো।যদিও তাকে দলে নেওয়ার আগ্রহ খুব কম ক্লাব’ই দেখিয়েছেন‌। এমন একটা সময় মেসি, নেইমার থাকা সত্বেও দলের আক্রমণ ভাগকে আরও ঝাঁঝালৈ করতে রোনাল্ডো’কে দলে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন পিএসজি।এর আগেও তাকে দলে পেতে আগ্রহ প্রকাশ করেছিল।

Advertisements

এদিকে শোনা যাচ্ছে পিএসজি ছাড়তে চায় নেইমার।তাই তার বিকল্প হিসেবে রোনাল্ডো’কে দলে নিতে তৎপর হয়ে উঠেছে পিএসজি।কিন্তু এখন মেসি বেঁকে বসায় জল কতোদুর গড়ায় এখন সেটাই দেখার বিষয়।