Merdeka Cup Update: কবে মালয়েশিয়ার মুখোমুখি হবে ভারতীয় দল? জানুন

Merdeka Cup Update: চলতি বছরের আগস্ট মাসের মাঝামাঝি সময় প্রকাশিত হয়েছিল এই ফুটবল টুর্নামেন্টের সময় সূচী। সেইমতো চার দেশের এই ফুটবল টুর্নামেন্টে মূলত সেমিফাইনাল ম্যাচ…

Merdeka Cup India

Merdeka Cup Update: চলতি বছরের আগস্ট মাসের মাঝামাঝি সময় প্রকাশিত হয়েছিল এই ফুটবল টুর্নামেন্টের সময় সূচী। সেইমতো চার দেশের এই ফুটবল টুর্নামেন্টে মূলত সেমিফাইনাল ম্যাচ দিয়ে নিজেদের অভিযান শুরু করার কথা ছিল ব্লু টাইগার্সদের। যেখানে আয়োজক দেশ মালয়েশিয়া ছাড়াও প্যালেস্টাইন ও লেবাননের মতো দেশের খেলার কথা ছিল এই জনপ্রিয় ফুটবল টুর্নামেন্টে।

সেই ঘোষণা অনুযায়ী এই অক্টোবর মাসের আগামী ১৩ তারিখ থেকে শুরু হতে চলেছে এই ফুটবল টুর্নামেন্ট। যা চলবে আগামী ১৭ অক্টোবর পর্যন্ত। তবে টুর্নামেন্টের আয়োজনের মাত্র হাতে গোনা কয়েকদিন আগেই এই ফুটবল টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়েছে প্যালেস্টাইন।

বিশেষ সমস্যার দরুন যুদ্ধকালীন পরিস্থিতিতে নিজেদের নাম প্রত্যাহার করেছে এই দেশ। এই পরিস্থিতিতে তিনটি প্রতিযোগি দেশের মধ্যে মোট রাউন্ড রবিন প্রক্রিয়ায় অনুষ্ঠিত হবে গোটা টুর্নামেন্ট। এক্ষেত্রে পয়েন্ট টেবিলের নিরিখে শীর্ষস্থান দখল করা দলকেই এবারের বিজয়ী হিসেবে ঘোষণা করা হবে। এক্ষেত্রে যতদূর জানা গিয়েছে, আয়োজক দেশ মালয়েশিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে ব্লু টাইগার্স।

Advertisements

এক্ষেত্রে আগামী ১৩ ই অক্টোবর কুয়ালালামপুরের বুকিত জালিল স্টেডিয়ামে মালয়েশিয়া ফুটবল দলের মুখোমুখি হতে হবে ইগর স্টিমাচের ছেলেদের। সেই ম্যাচ জয়ী দেশ আগামী ১৭ তারিখ মুখোমুখি হবে শক্তিশালী তাজাকিস্তান দলের। আর সেই ম্যাচ জিতলেই, জয়ী দলের হাতে উঠবে এবারের মারডেকা কাপ।