Merdeka Cup: ভারতের ম্যাচের আগে ভালো ফর্মে রয়েছেন মনভীর-মহেশরা

ক্লাব ফুটবল থেকে এবার ফোকাস ঘুরতে শুরু করেছে জাতীয় দলের ম্যাচে দিকে। মার্দেকা কাপ খেলব ভারত। তার আগে ভালো ফর্মে রয়েছে স্কোয়াডে থাকা আক্রমণভাগের ফুটবলাররা।…

Naorem Mahesh Singh, Manvir Singh

ক্লাব ফুটবল থেকে এবার ফোকাস ঘুরতে শুরু করেছে জাতীয় দলের ম্যাচে দিকে। মার্দেকা কাপ খেলব ভারত। তার আগে ভালো ফর্মে রয়েছে স্কোয়াডে থাকা আক্রমণভাগের ফুটবলাররা।

আগামী ১৩ অক্টোবর থেকে মালয়েশিয়ায় শুরু হতে চলেছে এবারের মার্দেকা কাপ (Merdeka Cup)। টুর্নামেন্ট চলবে ১৭ অক্টোবর পর্যন্ত। ভারতের জাতীয় দলের কোচ ইগোর স্টিম্যক যে স্কোয়াড বাছাই করেছেন সেটা বেশ আশাপ্রদ। প্রাথমিক স্কোয়াডে থাকা আক্রমণ ভাগের ফুটবলাররা মোটের ওপর ফর্মে আছেন।

   

এখনও পর্যন্ত মনভীর সিং দুই গোল করে সবথেকে বেশি নজর কেড়েছেন। সুনীল ছেত্রী, নাওরেম মহেশ শিংদের নামের পাশে একটি করে গোল রয়েছে। সাহাল আব্দুল সামাদ একটি গোল করার পাশাপাশি করেছেন তিনটি অ্যাসিস্ট। এছাড়াও চাঙতে, লিস্টন কোলাসো, বিক্রম প্রতাপ সিং, নন্দ কুমাররা নিজের নিজের ক্লাবের আক্রমণের ক্ষেত্রে অবদান রেখেছেন ইতিমধ্যে।

ভারতের প্রাথমিক ২৬ সদস্যের স্কোয়াড:
গোলরক্ষক: গুরপ্রীত সিং সান্ধু, অমরিন্দর সিং, বিশাল কাইথ ও ধীরাজ সিং।

ডিফেন্ডার: নিখিল পূজারি, রোশন সিং, সন্দেশ ঝিঙ্গান, আনোয়ার আলি, মেহতাব সিং, লালচুংনুঙ্গা, আকাশ মিশ্র ও শুভাশিস বসু।
মিডফিল্ডার: জ্যাকসন সিং, সুরেশ সিং, অনিরুদ্ধ থাপা, রোহিত কুমার, সাহাল আবদুল সামাদ, ব্র্যান্ডন ফার্নান্দেজ, লালিয়ানজুয়ালা ছাংতে, উদান্ত সিং, বিক্রম প্রতাপ সিং, মহেশ সিং নাওরেম, লিস্টন কোলাকো ও নন্দকুমার শেখর।

ফরোয়ার্ড: সুনীল ছেত্রী ও মনবীর সিং।