মেলবোর্ন সিটির এই ফুটবলারের দিকে নজর কেরালার

আইএসএলের প্লে-অফে উঠলেও শেষ রক্ষা হয়নি কেরালা ব্লাস্টার্সের (Kerala Blasters)। সার্জিও লোবেরার শক্তিশালী ওডিশা এফসির কাছে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয়েছে তাদের। কিন্তু…

marin jakolis

আইএসএলের প্লে-অফে উঠলেও শেষ রক্ষা হয়নি কেরালা ব্লাস্টার্সের (Kerala Blasters)। সার্জিও লোবেরার শক্তিশালী ওডিশা এফসির কাছে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয়েছে তাদের। কিন্তু নতুন মরশুম থেকেই ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর দক্ষিণের এই ফুটবল ক্লাব। সেজন্য, মরশুম শেষে নিজেদের সার্বিয়ান কোচ ইভান ভুকোমানোভিচকে বিদায় জানায় এই ফুটবল ক্লাব।

   

বিগত বেশ কয়েক মরশুম তার তত্ত্বাবধানেই লড়াই করেছিল কেরালা। কিন্তু সাফল্য তেমন আসেনি। সমস্ত দিক বিবেচনা করেই সুইডিশ কোচের হাতে তুলে দেওয়া হয় দলের দায়িত্ব। মিকেল স্টেহরের তত্ত্বাবধানে নতুন সিজন থেকে লড়াই করবে এই ফুটবল ক্লাব।

পূর্বে বিদেশে একাধিক ফুটবল ক্লাবের কোচিং করিয়েছেন তিনি। কিন্তু গত কয়েক মরশুমে প্রথম টায়ারের একাধিক দলের দায়িত্ব থাকলেও সেভাবে কোনো সাফল্য আসেনি তার ঝুলিতে। কিন্তু তার ট্রাক রেকর্ড দেখে নিজেদের দলের দায়িত্ব তুলে দিয়েছে কেরালা ম্যানেজমেন্ট। এই সুইডিশ কোচের হাত ধরেই প্রথম ট্রফি জেতার স্বপ্ন দেখছে দক্ষিনের এই ফুটবল ক্লাব। সেইমতো একাধিক দেশীয় বিদেশী ফুটবলারদের দিকে নজর রয়েছে ম্যানেজমেন্টের। ইতিমধ্যেই দক্ষিণের এই ক্লাব ছেড়েছেন এবারের সোনার বুট জয়ী ফুটবলার দিমিত্রিওস ডায়মান্টাকোস। এখন নতুন গোল মেশিন আনা অন্যতম লক্ষ্য তাদের।

এসবের মাঝেই উঠে আসলো এক ক্রোয়েশিয়ান ফুটবলারের নাম। তিনি মারিন জাকোলিস। বর্তমানে অস্ট্রেলিয়ার শক্তিশালী ফুটবল ক্লাব মেলবোর্ন সিটির সঙ্গে যুক্ত এই লেফট উইঙ্গার‌। ২৩ টি অ্যাপিয়ারেন্সের দুটি গোল এবং ৭টি অ্যাসিস্টট থেকেছে বছর সাতাশের এই ফুটবলারের। অর্থাৎ নয়টি গোলের কন্ট্রিবিউশন ছিল এই ফুটবলারের।

শোনা যাচ্ছে, এই এই বিদেশী ফুটবলারের দিকেই নাকি গত কয়েক মাস ধরে নজর ছিল কেরালা ব্লাস্টার্সের। তবে সময় এগোনোর সাথে সাথে ভারতে আসার সম্ভাবনা কমতে থাকে এই তারকার। একটা সময় অ্যাঙ্গার্স এসসিও থেকে লোন এর মধ্য দিয়ে মেলবোর্নে এসেছিলেন এই ফুটবলার। হিসেব অনুযায়ী আগামী মাসেই শেষ হচ্ছে সেই মেয়াদ। তারপর আদৌ তিনি ভারতে আসবেন কিনা তা এখনো চূড়ান্ত নয়। ‌