East Bengal: মশালবাহিনীতে ১৪ কোটির ফুটবলার?

কলকাতা: ইস্টবেঙ্গলকে (East Bengal) নিয়ে ফের শুরু হয়েছে জল্পনা। জল্পনার মাত্রা ক্রমে বাড়ছে। বিগত কয়েক বছরে ইস্টবেঙ্গলের সঙ্গে জড়িয়েছে বহু জল্পনা। যার বেশ কিছু শেষ…

Melbourne City, Jamie Maclaren

কলকাতা: ইস্টবেঙ্গলকে (East Bengal) নিয়ে ফের শুরু হয়েছে জল্পনা। জল্পনার মাত্রা ক্রমে বাড়ছে। বিগত কয়েক বছরে ইস্টবেঙ্গলের সঙ্গে জড়িয়েছে বহু জল্পনা। যার বেশ কিছু শেষ পর্যন্ত সত্যি হয়নি। সম্প্রতি লাল হলুদ ক্লাবকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় করা হয়েছে বড়সড় দাবি।

আগামী মরসুমে আন্তর্জাতিক প্রতিযোগিতায় খেলবে ইস্টবেঙ্গল ক্লাব। দীর্ঘ দিন পর এশিয়ান প্রতিযোগিতায় প্রতিদ্বন্দিতা করবে দল। সে কারণে স্কোয়াডে উল্লেখযোগ্য কিছু বদল আশা করছেন লাল হলুদ সমর্থকরা। আক্রমণ ও মাঝমাঠে ভালো মানের বিদেশি ফুটবলার ইস্টবেঙ্গলের দরকার।

স্ট্রাইকার বা ফরোয়ার্ডদের নিয়ে বরাবর ফুটবল প্রেমীদের আগ্রহ বেশি থাকে। এবারেও তার ব্যতিক্রম হচ্ছে। চলতি মরসুম এখনও শেষ হয়নি। তার আগে থেকে শুরু হয়েছে ইস্টবেঙ্গলের সামনের মরসুমের দল গঠন সংক্রান্ত জল্পনা। এখনও পর্যন্ত যা আপডেট তাতে ক্লেইটন সিলভাকে রেখেই দল গড়তে পারেন লাল হলুদ কর্তারা। আপ ফ্রন্টে তাঁর একজন জুটি দরকার। আপ ফ্রন্টে কে হতে চলেছেন ইস্টবেঙ্গলের সঙ্গী ফুটবলার?

সোশ্যাল মিডিয়ায় বড়সড় দাবি করা হচ্ছে। দাবি করা হচ্ছে, মেলবর্ন সিটির তারকা ফরোয়ার্ড Jamie Maclaren-এর দিনে নাকি নজর রেখেছেন ইস্টবেঙ্গল ক্লাবের কর্তারা। ম্যাকলারেন মেলবর্ন সিটির অধিনায়ক। ‘ট্রান্সফারমার্কেট’ ওয়েব সাইট অনুযায়ী এই ফুটবলারের বাজার মূল্য এখন ১৪.৪ কোটি টাকা।

ইস্টবেঙ্গলে তাহলে ১৪ কোটির ফুটবলার? আপাতত একরম কোনও খবর পাওয়া যায়নি। এই মুহুর্তে বিষয়টা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো জল্পনা ছাড়া আর কিছুই নয়।