দল বদলের শিরোনামে ক্রমে জায়গা করে নিচ্ছে মেলবোর্ন সিটি ফুটবল ক্লাব। যার অন্যতম কারণ জেমি ম্যাকলারেন। জেমি ছাড়াও ক্লাবের আরো এক অভিজ্ঞ ফুটবলার দল ছাড়ছেন।
জেমি ম্যাকলারেন ছাড়াও মেলবোর্ন সিটি ফুটবল ক্লাবের ডিফেন্ডার কার্টিস গুড দল বদল করতে চলেছেন বলে মনে করা হচ্ছে। কার্টিস অস্ট্রেলিয়ার ক্লাব ছেড়ে যোগ দিতে পারেন থাইল্যান্ডের ক্লাব বুরিরাম ইউনাইটেডে।
বুরিরাম ইউনাইটেডে থাইল্যান্ডের অন্যতম সেরা ক্লাব। চলতি মরসুমের থাই প্রিমিয়ার লিগ কর্ম তালিকার শীর্ষে রয়েছে দল। খেলেছে ২৭ ম্যাচ, মাত্র একটি ম্যাচে হয়েছে পরাজয়। ২৭ ম্যাচে প্রাপ্ত পয়েন্ট ৬২। থাই লিগ কাপ সেরা হওয়ার দৌড়েও রয়েছে বুরিরাম ইউনাইটেড।
কার্টিস গুড বুরিরাম ইউনাইটেডের জন্য হতে পারেন খুব ভালো সংযোজন। ৩১ বছর বয়সী এই ডিফেন্ডারের উচ্চতা ৬ ফুটের বেশি। খেলেন সেন্টার ব্যাক পজিশনে। অস্ট্রেলিয়ার জাতীয় দলের হয়েও খেলেছেন কিছু ম্যাচ। মেলবোর্ন সিটি ফুটবল ক্লাবের হয়ে ১৩০-এর বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা তাঁর রয়েছে। এই ক্লাবের হয়ে জিতেছেন এ লিগ, এ লিগ প্রিমিয়ারশিপ। পরপর তিন মরসুম এ লিগের বাছাই করা সেরা দলে জায়গা করে নিয়েছিলেন কার্টিস গুড।