এই দাপুটে ফরোয়ার্ডকে দলে পাবে না ইরান, বাড়তি অ্যাডভান্টেজ ভারতের

ম্যাচ জয়ের মধ্যে দিয়েই জাতীয় দলের অভিযান শুরু করেছেন খালিদ জামিল। গত ২৯শে আগস্ট কাফা নেশনস কাপের অভিযান শুরু করেছে ব্লু-টাইগার্স। প্রথম ম্যাচেই তাঁদের লড়াই…

Mehdi Taremi

ম্যাচ জয়ের মধ্যে দিয়েই জাতীয় দলের অভিযান শুরু করেছেন খালিদ জামিল। গত ২৯শে আগস্ট কাফা নেশনস কাপের অভিযান শুরু করেছে ব্লু-টাইগার্স। প্রথম ম্যাচেই তাঁদের লড়াই করতে হয়েছিল শক্তিশালী তাজিকিস্তানের সঙ্গে। সম্পূর্ণ সময়ের শেষে একটি গোলের ব্যবধানে এই ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছিল গুরপ্রীত সিং সান্ধুরা। গোল পেয়েছিলেন আনোয়ার আলি এবং সন্দেশ ঝিঙ্গান। সেই নিয়ে যথেষ্ট খুশি দেশের ফুটবলপ্রেমীরা। এই জয় নিঃসন্দেহে মনোবল বাড়াবে দলের সকল ফুটবলারদের। সামনে আরও বড় লড়াই।

Also Read | তাজিকিস্তানের বিপক্ষে জয়ের প্রসঙ্গে কী বললেন রঞ্জিত বাজাজ?

   

আগামীকাল এই নেশনস কাপের পরবর্তী ম্যাচ খেলতে নামবে ভারত। যেখানে তাঁদের লড়াই করতে হবে শক্তিশালী ইরানের সঙ্গে। ফিফার তালিকা অনুযায়ী আনোয়ার আলিদের থেকে কার্যত অনেকটাই এগিয়ে প্রতিপক্ষ দল। স্বাভাবিকভাবেই লড়াইটা যে একেবারেই সহজ হবে না সেটা ভালো মতোই জানেন খালিদ জামিল। সেইমতো নিজের দলকে প্রস্তুত করছেন এই ভারতীয় কোচ। নিজেদের সেরাটা উজাড় করে দেওয়ার সম্পূর্ণ প্রচেষ্টা থাকবে দলের ফুটবলারদের। তবে একাধিক দাপুটে ফুটবলার এবার স্কোয়াডে না থাকায় স্বাভাবিকভাবেই চিন্তা থাকবে সকলের।

Also Read | ফের ধাক্কা ভারতীয় ক্রিকেটে! কোচের দায়িত্ব ছাড়লেন ‘দ্য ওয়াল’

Advertisements

তবে এসবের মাঝেই উঠে এসেছে নয়া তথ্য। উল্লেখ্য, আগামীকাল ভারতীয় দলের বিপক্ষে নিজেদের দলের এক দাপুটে ফরোয়ার্ডকে পাবে না ইরান দল। হ্যাঁ ঠিকই শুনেছেন। তিনি মেহেদি তারেমি (Mehdi Taremi)। জানা গিয়েছে, অলিম্পিয়াকোসে যাওয়ার দরুন আগামীকালই হয়তো গ্ৰীসে উড়ে যাবেন এই তারকা ফুটবলার। যা নিঃসন্দেহে বাড়তি অক্সিজেন যুক্ত করতে পারে ভারতীয় দলকে। সেই সুযোগ কাজে লাগিয়েই রক্ষণভাগে নিজেদের অভেদ্য করে তোলার লক্ষ্য থাকবে সন্দেশ ঝিঙ্গান থেকে শুরু করে মুহম্মদ উভাইসদের। এছাড়াও ম্যাচের প্রথম থেকেই হয়তো গোল তুলে নিতে চাইবেন ইরফান এদওয়ার্ডরা।

বলাবাহুল্য, নিজেদের প্রথম ম্যাচে দুর্বল আফগানিস্তানের বিপক্ষে দুইটি গোলের ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছিল ইরান। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তাঁদের লড়াই করতে হবে ভারতীয় ফুটবল দলের সঙ্গে। তাঁদের বাড়তি আত্মবিশ্বাসে ফাটল ধরিয়ে দলের জয় সুনিশ্চিত করাই এখন অন্যতম লক্ষ্য খালিদ জামিলের।