ইস্টবেঙ্গলের অনুশীলনে আরেক স্প্যানিশ কোচ, চিনুন

জুলাই মাসের প্রথম থেকেই অনুশীলন শুরু করে ইমামি ইস্টবেঙ্গলের (East Bengal) সিনিয়র দল। নিউটাউনের সেন্টার অফ এক্সিলেন্সে কার্লেস কুয়াদ্রাতের তত্ত্বাবধানে জোরকদমে চলছে প্রস্তুতি। সেখানেই এবার…

Meet Carlos Jimenez Sanchez

জুলাই মাসের প্রথম থেকেই অনুশীলন শুরু করে ইমামি ইস্টবেঙ্গলের (East Bengal) সিনিয়র দল। নিউটাউনের সেন্টার অফ এক্সিলেন্সে কার্লেস কুয়াদ্রাতের তত্ত্বাবধানে জোরকদমে চলছে প্রস্তুতি। সেখানেই এবার দলের অনুশীলনে দেখা গেল কার্লোস জিমেনেজ সানচেজকে (Carlos Jimenez Sanchez)। নয়া সিজনের জন্য লাল-হলুদের ফিটনেস কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এই স্প্যানিশ।

   

পূর্বে থাইল্যান্ডের প্রথম ডিভিশনের ফুটবল ক্লাব রাতচাবুরি এফসির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। সেখানে গত মাসেই শেষ হয়েছে চুক্তির মেয়াদ। তারপর জুলাইয়ের শুরুতেই কলকাতার এই হেভিওয়েট ক্লাবের সঙ্গে যুক্ত হন সানচেজকে। অবশেষে দলের প্রাকটিস টিশার্টে ধরা দিলেন তিনি। ঘন্টাখানেক আগেই নিজেদের সোশ্যাল সাইট থেকে তার যোগদানের কথা জানিয়েছে ইস্টবেঙ্গল।

আগস্টের তৃতীয় সপ্তাহে এএফসি চ্যাম্পিয়নস লিগ টায়ার টুয়ের যোগ্যতাঅর্জন পর্বের ম্যাচ খেলবে লাল-হলুদ শিবির। তার আগে দলকে সম্পূর্ণ তৈরি করে নিতে চাইছেন কার্লেস কুয়াদ্রাত। সেজন্য, ভারতে আসার পর নেমে পড়েছেন তিনি। বর্তমানে স্প্যানিশ হেড কোচের নির্দেশ মেনে অনুশীলন করছেন ফুটবলাররা। ভিসা সংক্রান্ত সমস্যা মিটিয়ে ইতিমধ্যেই শহরে এসেছেন হিজাজি মাহের এবং মাদিহ তালাল।

প্রথম থেকেই যথেষ্ট চনমনে মেজাজে দেখা গিয়েছে এই দুই ফুটবলারদের। যতদূর খবর, আগামী কয়েকদিনের মধ্যেই শহরে চলে আসবেন দিমিত্রিওস ডায়মান্তাকস। গত সিজনে কেরালা ব্লাস্টার্সের জার্সিতে গোল্ডেন বুট জয় করেছিলেন গ্ৰীক ফুটবলার। নয়া সিজনে তাঁর উপরেই বিশেষ প্রত্যাশা থাকবে লাল-হলুদ জনতার।