মোহনবাগান সেরা বাপি মাঝি, চিনুন এই ফুটবল পাগল মানুষটিকে

মোহনবাগান (Mohun Bagan) দিবসের কথা মাথায় রেখে গত বৃহস্পতিবার বিশেষ বৈঠকের আয়োজন করা হয়েছিল ক্লাব তাঁবুতে। সেখানে গোটা দিনের পরিকল্পনার পাশাপাশি উঠে আসে এবারের পুরষ্কার…

Meet Bapi Majhi

মোহনবাগান (Mohun Bagan) দিবসের কথা মাথায় রেখে গত বৃহস্পতিবার বিশেষ বৈঠকের আয়োজন করা হয়েছিল ক্লাব তাঁবুতে। সেখানে গোটা দিনের পরিকল্পনার পাশাপাশি উঠে আসে এবারের পুরষ্কার প্রাপকদের নাম। খেলোয়াড়দের পাশাপাশি সেই তালিকায় স্থান পেয়েছেন রেফারি ও সমর্থকরা। সবুজ-মেরুন শিবিরের দুই সমর্থককে এবার সম্মানিত করতে চলেছে ময়দানের এই ফুটবল ক্লাব। যাদের মধ্যে একজন বাপি মাঝি (Bapi Majhi)।

   

যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে শুরু করে দেশের প্রায় সর্বত্র দলকে সমর্থন করতে পৌঁছে যান এই ফুটবল পাগল মানুষটি। পাইকপাড়ার চায়ের দোকান থেকেই নিজের উপার্জন। সেখান থেকেই প্রিয় দল মোহনবাগানের জন্য নিত্যনতুন ভাবনা। কঠিন অসুখকে বুড়ো আঙুল দেখিয়ে প্রিয় দলের খেলা দেখতে মাঠে আসার নাম বাপি মাঝি। সময়ের সাথে সাথে ময়দানের অতিপরিচিত মুখ হয়ে উঠেছেন তিনি।

বিশেষ করে ফেডারেশন কাপের দিকে বিশেষ নজর রাখতেন মোহনবাগানের এই সমর্থক। লক্ষ্য একটাই টুর্নামেন্টের প্রত্যেক ম্যাচে দলকে সমর্থন করতে মাঠে পৌঁছে যাওয়া। সেইমতো গোটা বছর ধরে চলত অর্থ সঞ্চয়। ফলাফল যাই থাকুক একটু ও কমেনি মোহনবাগানের প্রতি ভালোবাসা। সবুজ-মেরুন গ্যালারি যেন তাঁকে ছাড়া একেবারে অসম্পূর্ণ।

সময় বদলেছে আইলিগ, ফেড কাপের সাফল্যকে ছাপিয়ে বর্তমানে আইএসএলের হেভিওয়েট দল হয়ে উঠেছে মোহনবাগান। শেষ কয়েক বছরে ইন্ডিয়ান সুপার লিগ চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি টুর্নামেন্টের শিল্ড এসেছে গঙ্গা পাড়ের ক্লাবে। সবুজ-মেরুন পতাকা হাতে নিয়মিত দলের খেলা দেখেছেন তিনি। ক্লাবে ট্রফি আসার খবর পেতেই সমস্ত ব্যস্ততা ভুলে সপরিবারে ছুটে এসেছেন মোহনবাগান ক্লাবে। মোহন মায়ের পাগল ছেলে বলে কথা। তাই বিষয় যখন সেরা সমর্থক নির্বাচনের, প্রথমেই উঠে আসে বাপি মাঝির নাম।