MBSG vs FCG: কাউকো সম্পর্কে পরিকল্পনা স্পষ্ট করলেন হাবাস

Antonio Lopez Habas, Joni Kauko

MBSG vs FCG: এফসি গোয়ার বিরুদ্ধে হাইভোল্টেজ ম্যাচে নামতে চলেছে মোহন বাগান সুপার জায়ান্ট। এই ম্যাচের আগেও অ্যান্টোনিও লোপেজ হাবাসের মুখে জনি কাউকোর কথা। ফিনল্যান্ডের ফুটবলারকে নিয়ে তাঁর পরিকল্পনা কী, সেটার অনেকটা স্পষ্ট করেছেন সাংবাদিক সম্মেলনে।

হুগো বৌমুসকে সরিয়ে মোহন বাগান সুপার জায়ান্টের স্কোয়াডে নিজের জায়গা নিশ্চিত করেছেন জনি কাউকো। ইতিমধ্যে নেমেছেন না। হায়দরাবাদ এফসির বিরুদ্ধে প্রায় তিরিশ মিনিট মাঠে ছিলেন। আগামী দিনে কাউকোকে আরো বেশি করে খেলানোর কথা জানিয়েছেন অ্যান্টোনিও লোপেজ হাবাস।

   

এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচের আগে বাগান কোচ জানিয়েছেন, “কাউকোকে ক্রমশ বেশি সময় ধরে খেলাব। এখনই শুরু থেকে বা পুরো ম্যাচ ওকে দিয়ে খেলানো যাবে না। প্রতি দিন যথাসম্ভব বেশিক্ষণ খেলাতে হবে ওকে।”

কাউকো প্রসঙ্গে ছাড়াও হাবাস দেখিয়েছেন দলের খেলায় খামতি ঠিক কোথায়। “খেলোয়াড়দের সব সময় ভাবতে হবে ম্যাচে একটাই সুযোগ পাওয়া যাবে আর সেই সুযোগকেই কাজে লাগাতে হবে। গোল দেওয়ার ক্ষেত্রে আমাদের দলের ছেলেদের আরও মনযোগী হতে হবে। অনেক সুযোগ পেলে ঠিক আছে। কিন্তু দু-একটা সুযোগ পেলে সে ক্ষেত্রে নিখুঁত হওয়া খুব জরুরি।”

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন