Black Out Day: ভালোবাসার দিনে পুলওয়ামার ৫ বছর

Black Out Day: গত এক সপ্তাহের রেশ আজ কাটতে চলেছে৷ ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল ভালোবাসার সপ্তাহ৷ টেডি, কিস, চকলটে, রোজ, প্রোমিস, হাগ ডে সব…

Black Out Day

Black Out Day: গত এক সপ্তাহের রেশ আজ কাটতে চলেছে৷ ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল ভালোবাসার সপ্তাহ৷ টেডি, কিস, চকলটে, রোজ, প্রোমিস, হাগ ডে সব পেরিয়ে অবশেষে ১৪ ফেব্রুয়ারি৷

সকাল থেকে প্রেমিক-প্রেমিকারা নিজেদের সময় কাটাতে ব্যস্ত৷ কোথাও কোথাও এখনও বন্ধ OYO-র দরজা৷ এত খুশির মধ্যে কিছু পরিবারে আধার৷ সবার কাছে আজকের দিনটি Happy Valentine’s Day হলেও সেই সব পরিবারের কাছে আজকের দিনটি Black Out Day বা অভিশপ্ত দিন৷

আশা করছি সকলেই কম বেশি বুঝতেই পারছেন কেন আজকের দিনটি Black Out Day? আজ থেকে ঠিক পাঁচ বছর আগে নিজেদের কাছের মানুষগুলোকে হারিয়েছে তাঁরা৷ অন্ধকার নেমে এসেছে তাদের পরিবারে৷ জীবনের পথ দিশাহীন হয়ে গিয়েছে৷

বহু সাহায্য পেলেও কাছের মানুষের অনুপস্থিতিটা কোনো সাহায্যই পূরণ করতে পারেনি৷ কেউ ছেলে বা স্বামী আবার কেউ বাবাকে হারিয়ে নিঃস্ব৷ শুধু তাই নয় দেশ জুড়ে হয়েছিল মোমবাতি মিছিলও৷

সালটা ২০১৯৷ দিনটা ১৪ ফেব্রুয়ারি৷ ভালোবাসার দিনেই রক্তে ভিজেছিল পুলওয়ামা৷ বরাবরই কাশ্মীর একটি বিতর্কিত অঞ্চল৷ ভারত ও পাকিস্তান উভয় দেশই এই অঞ্চলটির কিছু অংশ পরিচালনা করে বলে দাবি করেছে৷ পাকিস্তান ভারত-শাসিত কাশ্মীরের নিয়ন্ত্রণ পাওয়ার চেষ্টা করেছে৷ আবার ভারতও আজাদ কাশ্মীর এর দখল নিতে চায়৷

জম্মু থেকে শ্রীনগরে ২,৫০০ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) কর্মী পরিবহনের ৭৮ টি গাড়ির একটি কাফেলা জাতীয় হাইওয়ে ৪৪-এ যাত্রা করছিল। কাফেলা সূর্যাস্তের আগে তার গন্তব্যে পৌঁছানোর কথা ছিল৷

অবন্তীপাড়ার কাছাকাছি লেথপোরায় নিরাপত্তা কর্মীবাসী একটি বাস বিস্ফোরক বহনকারী একটি গাড়ির সঙ্গে ধাক্কা খায়। এতে একটি বিস্ফোরণ ঘটে৷ ঘটনায় ৭৬তম ব্যাটালিয়নের সিআরপিএফের ৪০ জন সদস্যের মৃত্যু হয়৷ আহত হয় অনেকে।

পাকিস্তানের জঙ্গি সংগঠন জাইশ-ই-মোহাম্মদ এই হামলার দায় স্বীকার করে৷ পুলওয়ামা জেলার জম্মু-কাশ্মীর জাতীয় সড়কে ঘটে গেল উপত্যকার ইতিহাসের সবথেকে ভয়াবহ জঙ্গি হামলা। সেখানে আজও কান পাতলে যেন শোনা যায় কান্নার আওয়াজ৷

জাইশ-ই-মোহাম্মদ অপরাধ স্বীকার করে কি কিছু হবে? সে শাস্তি পাবে৷ কিন্তু যারা কাছের লোক হারিয়েছে তারা কি ফিরে পাবে তাঁদের? এরপর শহিদদের স্মরণে জম্মু-কাশ্মীরের লেথপোরা ক্যাম্পে উদ্বোধন করা হয় স্মৃতিসৌধ। পুলওয়ামায় শহিদ জাওয়ানদের নামের পাশাপাশি তাঁদের ছবিও রয়েছে ওই সৌধে।