ইয়ামালের গোল দেখে কার্যত বাকরুদ্ধ Mbappe

মঙ্গলবার রাতে ফ্রান্সের বিপক্ষে ইউরো ২০২৪ (UEFA Euro 2024) এর সেমিফাইনালে স্পেনকে সমতায় ফিরিয়েছিল লামিন ইয়ামাল (Lamine Yamal)। তাঁর করা বিস্ময়কর গোল দেখে কিলিয়ান এমবাপ্পেও…

Mbappe speechless after Lamine Yamal UEFA Euro 2024 wonder goal

মঙ্গলবার রাতে ফ্রান্সের বিপক্ষে ইউরো ২০২৪ (UEFA Euro 2024) এর সেমিফাইনালে স্পেনকে সমতায় ফিরিয়েছিল লামিন ইয়ামাল (Lamine Yamal)। তাঁর করা বিস্ময়কর গোল দেখে কিলিয়ান এমবাপ্পেও (Mbappe) কার্যত বাকরুদ্ধ হয়ে গিয়েছিলেন। অষ্টম মিনিটে রান্ডাল কোলো মুয়ানি ফ্রান্সকে এগিয়ে দিয়েছিল। লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ফ্রান্স। ২১ মিনিটে স্পেনকে ম্যাচে ফেরান কিশোর ইয়ামাল। ফ্রান্সের তেকাঠি থেকে প্রায় ৩০ গজ দূর থেকে নেওয়া কার্লিং শট জালে জড়ান ১৬ বছর বয়সী এই ফুটবলার।

Argentina vs Canada: অনেকগুলো রেকর্ড গড়ে ফাইনালে আর্জেন্টিনা

   

ইউরোর ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতা হওয়ার নজির গড়েন লামিন। বিস্ময় গোলের পর স্প্যানিশ শিবিরে যখন সেলিব্রেশন, তখন ক্যামেরা ঘোরানো হয়েছিল ফ্রান্স অধিনায়ক কিলিয়ান এমবাপ্পের দিকে। স্ক্রিনে দেখে মনে হয়েছিল মাথা ঘুরিয়ে ‘খুব ভাল’ বলেছিলেন এমবাপ্পে। ইয়ামালের গোলটা এতটাই বিস্ময়কর ছিল যে প্রত্যেকেই অবাক হয়েছিল। ফ্রান্সের অধিনায়কও স্পেনের এই কিশোরটির প্রশংসা না করে পারেননি। ইয়ামালের গোলটি ম্যাচের গতি বদলে দিয়েছিল। চার মিনিট পরে দানি ওলমো স্পেনকে এগিয়ে দেন ২-১ ব্যবধানে।

 

অভিষেককে সহকারী হিসেবে চাইছেন গম্ভীর: রিপোর্ট

চলতি উয়েফা ইউরো কাপে স্পেনের প্রথম পাঁচ ম্যাচে এরই মধ্যে তিনটি অ্যাসিস্ট করেছেন ইয়ামাল। যার মাধ্যমে এবারের গ্রীষ্মের ইউরোতে নিজেকে অন্যতম সেরা উইঙ্গার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তিনি। তবে সেমিফাইনালে তার সমতাসূচক গোলটি নিঃসন্দেহে টুর্নামেন্টের সেরা মুহূর্ত ছিল। উল্লেখ্য, স্পেন ২০১২ সালের পর প্রথমবারের মতো ইউরোর ফাইনালে উঠেছিল।