আজ, সোমবার যুবভারতী ক্রীড়াঙ্গনে এএফসি কাপের (AFC Cup) ম্যাচ খেলতে মোহনবাগান সুপারজায়ান্টস (Mohun Bagan Supergiants) দলের মুখোমুখি হবে শক্তিশালী মাজিয়া। উল্লেখ্য, গত মরশুমে এই সবুজ-মেরুন ব্রিগেডের কাছেই পরাজিত হতে হয়েছিল তাদের। তখন প্রতিপক্ষ শিবিরে দাপিয়ে খেলতো ম্যাকহিউ ও রয়কৃষ্ণারা।
এখন যদিও বদলে গিয়েছে সবকিছু। মোহনবাগানের পাশাপাশি বদল এসেছে মাজিয়া দলেও। তবে বেশকিছু পুরোনো ফুটবলার রয়েছেন তাদের দলে যারা আগেও খেলেছেন যুবভারতী স্টেডিয়ামে। খেলেছেন এটিকে মোহনবাগান দলের বিপক্ষে। তবে এবার গতবারের থেকে দ্বিগুণ শক্তি নিয়ে ফিরে এসেছে মাজিয়া।
তাই শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে এবার আক্রমনাত্মক খেলার লক্ষ্য থাকবে তাদের। উল্লেখ্য, মালদ্বীপের জাতীয় দলের হয়ে খেলা একাধিক ফুটবলার এবার রয়েছে এই দলে। এছাড়াও বসনিয়ান কোচ মিলোমির সেসলিজার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন করে জেগে উঠেছে এই ক্লাব। জাপানি তারকা তোমোকি ওয়াদা মাঝমাঠের দায়িত্বে আসার পর থেকে যথেষ্ট শক্তিশালী হয়েছে এই দল।
এছাড়াও এই দলে রয়েছে মালদ্বীপ কাপানো ফরোয়ার্ড ইব্রাহিম মাসুদি। যে কেনো সময় অঘটন ঘটিয়ে দিতে সক্ষম এই তারকা। সেইসাথে আছেন সার্বিয়ান ফরোয়ার্ড ভাজিসলা ভালানাভোভিচ। গত কয়েকদিন আগেই এই দলে যোগদান করেছেন তিনি।
সুযোগ পেলে তিনিও যে যথেষ্ট ভয়ঙ্কর হতে পারেন তা বলার অবকাশ নেই। তবে দীর্ঘ যাত্রা করে কলকাতায় আসার দরুণ যথেষ্ট ক্লান্ত থেকেছে দল। তাই রবিবার যুবভারতী স্টেডিয়ামে বল পায়ে অনুশীলন করার আগে শারিরীক অনুশীলনেই জোর দিতে দেখা যায় ফুটবলারদের। তারপর বল পায়ে কিছুটা অনুশীলন। এক কথায় বলতে গেলে এবারের এএফসি কাপের লড়াইয়ে বড়সড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে বাগানের এই প্রতিপক্ষ দল।